পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৫২ फछिल्लङ्गकङ्ग । [ अझेभ उज्ञत्र ইচ্ছায় t তোমার বৃত্তান্ত পূৰ্ব্বে কহিল আমারে। এ হেন দুঃখের কালে দেখিমু তোমারে ॥ যদ্যপি হৃদয় দগ্ধ ईहेtइ আমার । তথাপি পাইমু মুখ ঐছে অজ্ঞ। তার ॥ আহে নরোভম সদা ধৈর্য্যাবলম্বিবে। প্রভুপ্রিয় শ্ৰীনিবাসে এ সব কহিবে। নীলাচল হইতে শীঘ্ৰ গৌড়দেশ গিয়া । করহ কৃতাৰ্থ জীবে ভক্তিদান দিয়া ॥ প্রভু চৈতন্যের অনুগ্রহ তোমা প্রতি। তুমি বিনাশিবে বহুলোকের দুৰ্গতি ॥ সঙ্কীৰ্ত্তন মুখের সমুদে মগ্ন হবে । প্রভু মনোবৃত্তি মহানন্দে প্রকাশিবে ॥ ঐছে কত কহি প্রেমাবেশে তালিঙ্গিয়া । করিলা বিদায় গোপীনাথে সমপিয়া ॥ নরোত্তম গেলা কাশীমিশ্রের ভবন । ঐগোপালগুরু সহ হইল মিলন ॥ তেঁহ নরোত্তম প্রতি অতিস্নেহ করি । স্নমধুর বচনে কহয়ে ধরি ধীরি ॥ আtছয়ে জীবনমাত্র প্রভুর ইচ্ছায় । দেখিতে এস্থান প্রাণ বিদরিয়া যায় ৷ আহে নরোত্তম দেখ পরমনির্জনে । বলিতেন প্রভু একা এই তৃণাসনে ॥ এই খানে মহাপ্রভু করিতা শয়ন । শ্ৰীগোবিন্দ করিতেন পাদসম্বাহন ॥ ব্রহ্মদি দুলভ প্রেম এথা প্রকাশিলা । কে বুঝিতে ' পারে কৃষ্ণ চৈতন্যের লীলা ॥ নরোত্তম দেখি প্রভু শয়ন আসন। ভূমে লোটাইয়। কৈল অনেক ক্ৰন্দন ॥ শ্ৰীগোপাল গুরু আতি তাধৈর্য্য হিয়ায়। নরোত্তমে কোলে লইয়া কালে উভরায় ৷ শ্ৰীগোপালগুরু কত ক্ষণে স্থির হইয়া । নরোত্তমে স্থির কৈল কত প্ৰবোধিয়া ॥ যথাযথ প্ৰভু ভাবাবেশে মগ্ন