अझैन्न। ऊज्ञत्र ! ] ভক্তিরত্নীকর । •es হইল । সে সকল স্থান নরোত্তমে দেখাইলা স্ত্রীবক্ৰেশ্বরের চারু চরিত্র কহিল । শ্রীরাধাকান্তের পাদপদ্মে সমপিল ॥ নরোত্তম প্ৰণমিয়া জগন্নাথ সনে । চলিলেন গুণ্ডিচা মন্দির দরশনে ॥ বিপ্ৰ জগন্নাথ নরোত্তম প্রতি কয় । এই পথেনীৈলাচল চন্দ্রের বিজয় ॥ রথাগে নৰ্ত্তন প্রভু কৈলা এই গানে । ভূপন ব্যাপিল সে প্রভুর সঙ্কীর্তনে ॥ শ্ৰীমস্তক দিয়া রথ এথায় ঠেলিল । ব্রহ্মাদি করিলা স্তুতি দেখি প্ৰভুলীলা ॥ ঐপ্রতাপরুদ্রে কৃপা কৈলা এই গানে। প্রভু পরিকরের আনন্দ হৈল মনে ॥ এই খানে মহাপ্রভু নিজগণ লৈয় । কহে কত শ্ৰীলক্ষীর বিজয় দেখিয়া ॥ এই টোটা মধ্যে প্রভু পরিকর সনে। ভুঞ্জিলেন শ্ৰীমহাপ্রসাদ হর্ষ মনে ॥ এই দেখ গুণ্ডিচামন্দির মনোহর। এথা নানা লীলা কৈলা শচীর কুমার ॥ গুণ্ডিচামন্দির মার্জনেতে যৈছে সুখ । বণিতে নারিয়ে হইলেও লক্ষমুখ ॥ ভক্তগণ সঙ্গে শ্রীচৈতন্য ভগবান । এই ইন্দ্ৰদ্যুম্ন সরোবরে কৈলা স্নান ॥ ঐছে মহাবিজ্ঞ বিপ্ৰ জগন্নাথদাস । . দেখাইলা যথা যথা প্রভূর বিলাস ॥ নরোত্তমে লৈয়া আইল আচার্য্যের ঘরে। নরোত্তম চেষ্টা জানাইল আচার্য্যেরে ॥ আচাৰ্য্যাদি নরোত্তমে যৈছে কৃপা কৈল । তাই বিস্তারিয়া এথা বণিতে নারিল ॥ সবে কহে শ্ৰীনিবাসে না দেখিব আর । তাহারে কহিব। এ সকল সমাচার ॥ শ্ৰীহৃদয়চৈতন্যের শিষ্য শ্যামানন্দ। শুনিয়া তাহার কথা পাইনু আনন্দ ॥ শীঘ্র [१० ]
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।