পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম তরঙ্গ ৷ ] ভক্তিরত্নাকর । @ ¢ ግ ছিলেন স্থানে স্থানে হইল মিলন তথা ভঁ। সবার সনে ॥ সে সবে বিদায় কৈল কত প্ৰবোধিয়া । চলিলেন নরোত্তম রাঢ়দেশ দিয়া ॥ রাঢ়দেশ মধ্যে একচক্র নামে গ্রাম । যথা জন্মিলেন প্রভু নি ত্যানন্দ রাম ॥ নরোত্তম একচক্র গ্রামে প্রবেশিতে। প্রভু দেখা দিলা বৃদ্ধ-ব্রাহ্মণরূপেতে ॥ যে যে স্থানে প্রভুগণ সঙ্গে বিহুরিল । সে সকলস্থান নরোত্তমে দেখাইলা ॥ নরোক্রমে প্রভু নারিলেন ভাড়াইতে । ইইলা সাক্ষাৎ যৈছে কে পারে বণিতে ॥ নরোত্তম দেখি নিত্য নন্দ বলরাম । হইলা মূচিছত নেত্রে ধারা অবিরাম ॥ প্রভুর ইচ্ছায় কতক্ষণে স্থির হৈলা । প্রভু ইহা অন্যে জানাইতে নিষেধিল ॥ নরোভম অসুসমপিয়া গ্ৰীচরণে । একচক্র। প্রদক্ষিণ কৈলা হর্ষ মনে ॥ একচক্রাবাসি সকলেরে প্রণমিয়া চলিলেন নিত্যনন্দগুণে মগ্ন হৈয়। ॥ খেতরি গ্রামের পথ জিজ্ঞাসি লোকেরে । অতিশীঘ্র আইলেন পদ্মাবতীর্তীরে ॥ পদ্মাবতী পার হৈয়া থেতরি যাইতে । আইলা গ্রামবাসী লোকে আগুসরি নিতে ॥ কহিতে কি সে সবে পরম ভাগ্যবান । মরোক্তম দেখি জুড়াইলা মন প্রাণ ॥ মনের উল্লাগে কেহ কহে কারু ঠাই । এ অপূৰ্ব্ব বৈরাগ্য উপম দিতে নাই । কেহ। কহে মোর মনে এই চিন্তা ছয় । নিজ রাজ্য বলি এথা রয় বা না রয় ॥ কেহ কহে বৈষ্ণবের সর্বত্র সমান। অবতরি ধরে পাষণ্ডির পরিত্রাণ ॥ কেহ কহে এথা পাষ