পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ይ » ভক্তিরত্নাকর। [अझैभ उज्ञत्र ।

ঐীনিবাস গোস্বাসিন্ধুগ্রন্থগণ নিরস্তর শিষ্যে করায়েন আধায়ন ৷ শ্ৰীনিবাসাচাৰ্য্য—বিদ্যা প্রভাব অপার। শুনি সক্টলের চিত্তে হয় চমৎকার গৌরপ্রিয় দ্বিজ হরিদমের তনয়। 한দাস গোকুলানন্দ দোহে বিচারয় ॥ প্রভুর বিয়োগে পিতা বৃন্দাবন গেল। এ ত্যাচাৰ্য্য স্থানে শিষ্য হইতে আজ দিলা । অল্পদিন হৈল এথা আইলা ব্রজে হনে । বিলম্বে কি কাজ শীঘ্ৰ যাইব দর্শনে ॥ এত কহি দুই জনে যাজিঞ্জামে গিয়া। আচার্যাদর্শনে হৈল উল্লাসিত হিয়া ॥ পিতার যে জাজ্ঞ তাহ প্রত্যক্ষ হইল । রাধাকৃষ্ণ—প্রেম-সুধা সমুদ্রে ভূবিল। জিজ্ঞায়ুিক্ত আচার্ঘ্যে দিলেন পরিচয়। দেহে শুনা পুনঃ আচার্যোরে প্রণময় ॥ পায় পরিচয় শ্ৰী আচাৰ্য্য প্রেমালেশে । করি অতিগৌরব নেত্রের জলে ভাসে ॥ ঐদাসগোকুলানন্দ দোহে নিবেদয় । দীক্ষা মন্ত্র দেহ রুপ কর রুপময় আচার্যা কহেন কিছু আছয়ে বিলম্ব। এত কহি করা: ইল গ্রন্থ শুভারম্ভ ॥ দোহে গোস্বামির গ্রন্থ করে অধ্যয়ন । দোহার অদ্ভুত চেষ্টা না হয় বর্ণন ॥ দোহে শ্ৰীনিবাস আচার্য্যের স্নেহ অতি । ঐছে নিজগণ তালি মিলে নিতি নিতি ॥ এক দিন আচার্য্যঠাকুর যাজিগ্রামে। সরোবরতটে গেল! বাড়ীর পশ্চিমে। গণসহ বৈসে তথা তেজ সূৰ্য্যপ্রায়। সকরুণ নয়নে পথের পীনেচায় ॥ দেখে একজন দিব্য দোলার উপর । মৃগজে বিবাহ করি যায় নিজঘর ॥ কন্দপপমান শোভ