পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টমতরঙ্গ । ] ভক্তিরত্নাকর । , ☾&Ꮌ ভূষণে ভূষিত। অতি স্থকোমল তনু জিমি নবনীত ॥ রূপে হেমকেতকী চম্পক—মদ হরে । শিরে সুচিকণ কেশ বলেমল করে | উজ্জ্বল ললাট ভুরু নেত্ৰ মনোরম। } শ্রেবণ মালিক গণ্ড ছটা মিরুপম ॥ বদনচন্দ্রমা চারু অরুণ অধর । সিংহগ্রীব কম্বুকণ্ঠ বক্ষ পরিসর ॥ মধুর উদর নাভি বলিত ত্ৰিবলী । বাহু জানুলম্বিত ললিত করাঙ্গুলি ॥ ক্ষীণ মধ্যদেশ জানু সুন্দর চরণ। পরিধেয় সূক্ষ নৰ অপূর্ব বসন ॥ দেখিয়৷ আচাৰ্য্য ঐছে করয়ে বিচার । গন্ধৰ্ব্বতনয় একি অশ্বিনীকুমার ॥ কি অপূৰ্ব্ব যৌবন দেবতা মনে লয় ॥ এ দেহু সার্থক যদি কৃষ্ণেরে ভজয় ॥ ঐছে বিচারিয়৷ পুছে সঙ্গিলোক প্রতি । কি নাম কি জাতি এ পাত্রের কোথা স্থিতি ॥ কেহ প্ৰণমিয়া কহে এ মহাপণ্ডিত । রামচন্দ্র নাম কধিনৃপতি বিদিত ॥ দিগ্বিজয়ী চিকিৎসক যশস্বিপ্রবর। বৈদ্যকুলোদ্ভব বাস কুমীরনগর ॥ এ সব শুনিয়া শ্ৰীক্সাচার্য্য দয়াময় । মন্দ মঙ্গ হাসিয়া গেলেন নিজালয় ॥ রামচন্দ্র গাঢ় কর্ণে এ সব শুনিয়া ! 'অচির্য্যে দর্শন কৈল দোলায় থাকিয় ॥ আত্ম সমপিয়া ঐছে চিন্তে মনে মনে । পুনরায় দর্শন করিব কত ক্ষণে ॥ পরম স্বধীর মৌন ধরিয়া রহিলা । বাট গিয়া মহাকষ্টে দিব গোঙাইলা । রাত্রি যোগে আসি এক বিপ্রের অলিয়ে। আচার্য্যচরণ চিন্তে অধৈর্য্য হৃদয়ে ॥ রজনী প্রভাতে অচিাগ্যের আগে গিয়া। করয়ে ক্ৰন্দন আচার্য্যেরে নিয়খিয়া ॥ [ ৭১ ]