পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । Bసి গেই হৈতে শ্ৰীজীবের কিবা হৈল মনে ॥ নানা রত্নভূষা পরিধেয় সূক্ষ্যবাদ। অপূর্ব শয়ন-শয্যা ভোজনবিলাস। এ সব ছাড়িল কিছু নাহি ভায় চিতে । রাজ্যাদি বিষয়বাৰ্ত্তা না পারে শুনিতে ॥ শ্ৰীজীবের চেষ্টা দেখি শিষ্ট-লোকগণে । কেহ কারু প্রতি কহে সমেহবচনে ॥ অহে ভাই ! কুমারদেবের পুত্ৰগণ । তার মধ্যে বৈষ্ণব শাস্ত্রজ্ঞ তিন জন ॥ সনাতন শ্রীরূপ বল্লভ এই তিন । সৰ্ব্বত্যাগ করিয়া হইল। উদাসীন। কি অদ্ভুত বৈরাগ্য মমতামাত্র নাই। ঐছে নিরপেক্ষ ন দেখিয়ে কোন ঠাই ॥ গঙ্গাতীরে বল্লভের হৈল পরলোক। অল্পকালে ঐজীব পাইলা মহাশোক ॥ শ্ৰীজীবের এ হেন ঐশ্বর্য্যে নাই মন । কহিতে বিদরে হিয়া হইল যেমন ॥ এক দিন তারে মুঞি দেখিলু বিরলে। নিরন্তর ভাসে দুই নয়নের জলে ! কেহ কহে আহে ভাই ! এই সত্য হয় । জানিহ শ্ৰীজাবে কৃষ্ণকৃপ। স্থনিশ্চয় ॥ অল্পবয়সে অতিগভীর অন্তর । শ্ৰীমদ্ভাগবতে জানে প্রাণের সোসর ॥ সদা কৃষ্ণকথা-সুখসমুদ্রে সাতারে । অন্য কথা কেহ ভয়ে কহিতে না পারে ॥ এক দিন দেখিল হইয়া অলক্ষিত । শ্ৰীকৃষ্ণচৈতন্য বলি হইল৷ মূচ্ছিত ॥ ধরণী-লোটায় ধৈর্য্য ধরণ না যায়। মুখ বক্ষঃ ভাসে দুই নেত্রের ধারায় ॥ করয়ে কতেক খেদ কান্দিয়া কান্দিয়া । দেখিতে সে দশ কার না বিদরে হিয়া ॥ কেহ কহে আহে ভাই ! বিচারিনু মনে। শ্ৰীজীব ছাড়িব ঘর অতি অল্পদিনে । [* }