পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবমতরঙ্গ 1 ] ভক্তিরত্নীকর । ひぐとむ ব্ৰজস্থ প্রভুর প্রিয়গণে করিব নিগ্ৰহ ইহা না করিহ মনে ॥ এত কহিতেই ব্রজ হৈতে দুই জন । আইলেন গোস্বামির লইয়া লিখন ॥ দোহে দেখি রাজা মহা অস্তব্যস্ত হৈলা । ভূমিতলে পড়িয়া দোহারে প্রণমিলা ॥ ঐছে রীক্ত দেখি দোহে হৈয়া স্তব্ধপ্রায়। রাজা প্রতি কহে কিছু মধুর ভাষায়। বৃন্দাবনে যৈছে সবে প্রশংসে তোমারে। সাক্ষাতে তা দেখি স্বথ বাঢ়িল অন্তরে ॥ পত্রিকা লইয়া আইনু গোস্বামি সবার। এই পত্রী আচার্য্যের এ পত্রী তোমার ॥ এত কহি রাজারে দিলেন পত্রী দ্বয়। পত্রী লৈয়া রাজা নেত্র মস্তকে ধরয় ॥ হর্ষে নিজভাগ্য প্রশংসিয়া বীর বীর । পড়ে নিজপত্রী নেত্রে বহে অশ্রুধার ॥ শ্ৰী জীব গোসাঞির মহা মধুর অক্ষর। যে শুনে তাহার হয় অধৈৰ্য্য অন্তর ॥ পত্রী পড়ি রাজা মহ। উল্লাসে কহয় । মু হেন অধমে সবে হইলা সদয় ॥ অদোষদর্শী সে প্রভুর ভক্তগণ । ঐছে কত কহে অশ্রু নহে নিবারণ। রাজার অদ্ভুত চেষ্টা দেখে ভাগ্যবান। রাজা সে দোহার কৈল পরমসম্মান ॥ যাজি গ্রামে গোস্বামির পত্রী পাঠাইতে । নিজ সমাচার পত্রী লিখিল তুরিতে ॥ দুই পত্রী নিজ ছুই লোকে সমপিল । দোহে যাজি গ্রামে আসি আচার্য্যেরে দিল ॥ গোস্বামির পত্রী মাথে বন্দিলা যতনে । পড়িতে আনন্দধারা বহে ছনয়নে ॥ আচার্য্যঠাকুর কতক্ষণে স্থির হৈলা । তবে সেই মনুষ্য রাজার পত্রী দিলা ॥ পত্রী পড়ি আচার্য্যের প্রসন্ন