পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবমতরঙ্গ ] ভক্তিরত্নাকর । @gmዓ কুনকুন ভাগবত তারে প্রণোধিলা । বিচ্ছেদে ব্যাকুল তেহেঁ! বৃন্দাবন গেলা ॥ শুনি আচাচের দুই নেত্রে ধারা বয়। সে দশ দেখিতে কর হিয়া না দ্ৰবয় ॥ আচাৰ্য্য আপনা প্রবোধিয়া সেই ক্ষণে । গোস্বামির গ্রন্থ পড়ায়েন দুই জনে ॥ নবদ্বীপ হৈতে এক বৈষ্ণব আসিয়া । মিলিল আচার্য্যে তাতিব্যাকুল হইয়া । শ্ৰী আচাৰ্য্য অধৈর্য্য হইয়া জিজ্ঞাসয়। কহ নবদ্বীপের সংবাদ কৈছে হয় ৷ তেঁহো কহে শুক্লাম্বর তাদি ভক্তগণ । এই অল্প দিনে হইলেন আদর্শন ॥ এত কহিতেই কেহো আসিয়া কহিলা । দাসগদাধর অদ্য সঙ্গোপন হৈল ॥ শুনি শ্ৰীনিবাসাচাৰ্য্য নারে স্থির হৈতে। মূচ্ছিত হইয়া পড়িলেন পৃথিবীতে ॥ সে দশা দেখিয়া চিন্তা করে সর্বজন । প্ৰভু ইচ্ছা হৈতে হৈল কিঞ্চিৎ চেতন ॥ করি কত বিলাপ কান্দয়ে উচ্চস্বরে। উঠিল ক্ৰন্দন রোল আচার্য্যের ঘরে । সে কান্দন শুনিতে কান্দয়ে পশু পার্থী । যে দেখিল সে সময়ে সেই তার সাখী ॥ স্থির হৈয়া আচাৰ্য্য কহেন সৰ্ব্বজনে। আমারে যাইতে " གི་ཧྥུ་ হবে বৃন্দাবনে ॥ করিবে তোমরা সবে গ্রন্থানুশীলন । অর্থস্ফাবেন প্রভু রূপসনাতন । এত কহি গ্রন্থ পড়ায়েন শিষ্যগণে । প্রকারে অীচার্য্য বর দিলা সৰ্ব্বজনে ॥ এক দিন শ্ৰীআচাৰ্য্য চিন্তয়ে অন্তরে। প্রায় সবে ছাড়ি গেলা মু হেন দুঃধিরে। এত চিন্তিতেই কেহো কহে উচ্চকরি। অদর্শন হৈল জীঠাকুর নরহরি। ঐছে বাক্যবজ্রাঘাতে স্থির নাছি