পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नदभज्रङ्गत्र । ] ভক্তিরত্নীকর । - (tVుఫి হৈন্তে শ্ৰীনিবাল গিয়া বৃন্দাবন। গোস্বামি সবার কৈল চরণদর্শন। সে দিবস বসন্তপঞ্চমী তিথি হয়। শ্ৰীগোবিন্দমন্দিরে সকলে বিলসয় ॥ শ্ৰীগোপালভট্ট শ্ৰীভূগৰ্ত্ত লোকনাথ । শ্ৰীজীব গোস্বামি আদি প্রিয়বর্গ সাথ ॥ অকস্মাৎ শ্ৰীনিবাসে দেখিয়া সকলে । স্নেহাবেশে ধরি করিলেন সবে কোলে ॥ ভূমিতে পড়িয়া প্ৰণময়ে শ্ৰীনিবাস। দেখি সে অন্তত চেষ্টা সবার উল্লাস ॥ শ্ৰীনিবাসে কুশল সকলে জিজ্ঞাসিল। আদ্যোপান্ত শ্ৰীনিবাস সব নিবেদিল ॥ শুনি গৌরচন্দ্র প্রিয়ভক্ত সঙ্গোপন। ব্যাকুল হইয়া সবে করেন ক্ৰন্দন ॥ কেহ কহে শ্ৰীনিবাসে দেখি কৈলু মনে । এত শীঘ্ৰ ইহঁর গমন হৈল কেনে ॥ পাইলা দারুণ দুঃখ এ হেতু গমন । ঐছে কত কহি প্ৰবোধয়ে সৰ্ব্ব জন ॥ হরিদাসাচাৰ্য্য আদর্শন জানাইতে{। সবে যৈছে হৈলা তাহ কে পারে কহিতে ॥ শ্রীনিবাসে স্থির করি সবে স্থির হৈলা । গোবিন্দের রাজভোগ আরতী দেখিল ॥ শ্ৰীনিবাস করি রাধাগোবিন্দদর্শন। প্রেমেতে বিহ্বল যৈছে না হয় বর্ণন ॥ গোস্বামিসকল প্রিয় শ্ৰীনিবাসে লৈয়া। ভুঞ্জিলেন শ্ৰীমহাপ্রসাদ যত্ন পায়। নিজ নিজ বাসা সবে গমন করিলা । ঐ জীবগোস্বামী শ্ৰীনিবাসে লৈয় গেলা ॥ হেন কালে শ্যামানন্দ আইলা ক্ষেত্রহৈতে । গোস্বামিরে এণময়ে পড়িয়া ভূমিতে ॥ স্নেহাবেশে গোস্বামী করিয়া আলিঙ্গন। কহিলেন স্থধাময় মধুর বচন ॥ শ্যামানন্দে যৈছে [ ૧ર ]