পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবমতরঙ্গ । ] ভক্তিরত্নাকর। @ዓ » আচাৰ্য্য বিনা সব হইল অন্ধকার ॥ না কর বিলম্ব শীঘ্ৰ যাহ বৃন্দাবন। আচার্য্যে আনিয়া রাখ সবার জীবন ৷ রামচন্দ্র সকলের পায় অনুমতি । আইলেন নিজগৃহে হৈয়া হৰ্ষ অতি ॥ রামচন্দ্র এই চিস্ত করে মনে মনে । শ্ৰীনরোত্তমের সঙ্গ হবে কতদিনে ॥ হইলে তাহার সঙ্গ যাবে সব কুখ । দরশন বিনা মনে না জন্মিবে সুখ ॥ প্রভু গৃহে রহিতে নারিব তাহ বিনে । তথা গতায়াত করিবেন গণসনে ॥ ঐছে স্থানে রহি যাতে স্থখ সৰ্ব্বমতে । স্থান স্থির হৈল মনে ঐছে বিচারিতে ॥ মহন্তঅন্তর বুঝে হেন করে শক্তি। কাস্থকে না প্রকাশিল নিজ মনোবৃত্তি ॥ নিজানুজ ভ্রাতা শ্ৰীগোবিন্দ বিদ্যাবান । কার্য্যেতে চাতুর্য্য চারু সর্বাংশে প্রধান ॥ অতি স্নেহাবেশে তারে কহয়ে নিভৃতে। যাইব শ্ৰীবৃন্দাবন রজনী প্রভাতে ॥ এবে এথা বাসের সঙ্গতি ভাল নয়। সদা মনে আশঙ্কা উপজে অতিশয় ॥ জাছয়ে কিঞ্চিৎ ভৌম ক্ষু বহু দিন হৈতে। তাহে যে উৎপাত এবে দেখহ সাক্ষাতে ॥ শীঘ্র এই বাসাদিক পরিত্যাগ করি। নির্বিঘ্নে অন্যত্র বাস হয় সৰ্ব্বোপরি ॥ তাহে এই গঙ্গা-পদ্মাবতী- মধ্য-স্থান । পুণ্যক্ষেত্র তেলিয়া বুধরি নামে গ্রাম ॥ অতি গণ্ডগ্রাম শিষ্টলোকের বসতি। যদি মনে হয় তবে উপযুক্ত স্থিতি ॥ শ্ৰীমাতামহের পূর্বে ছিল গতায়াত। সকলে জানেন তেঁহো সৰ্ব্বত্র বিখ্যাত। তথা বাস হৈলে T--

  • ষ্টেীম -ভূমিসম্পত্তি।