পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& a ভক্তিরত্নীকর I [ প্রথম তরঙ্গ । কেহ কহে কৈছে এ ভ্ৰমিব স্বকুমার। কেহ কহে অনুরাগ প্রবল ইহার ॥ কেহ কহে বিপ্রকুল-প্রদীপ এ হয়। এই গেলে হ’বে সব অন্ধকারময় ॥ ঐছে কত কহে সবে ব্যাকুল অন্তরে । শ্ৰীজীবে ছাড়িয়া কেহ নাহি যায় ঘরে ॥ নিরন্তর শ্ৰীজীবের এই চিন্তা মনে i ঘরে হৈতে বাহির হইব কতক্ষণে ॥ একদিন একাকী বসিয়া সন্ধ্যাকালে । শ্ৰীনামকীৰ্ত্তনে সিক্ত হয় নেত্রজলে ॥ করয়ে যতন ধৈর্য্য ধরিতে না পারে। দুই বাহু উৰ্দ্ধে তুলি কহে বারে বারে ৷ তাহে প্রভু শ্ৰীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ । অহে করুণার সিন্ধু শ্ৰীঅদ্বৈতচন্দ্র । ॥ অহে কৃপাময় শ্ৰীপ্রভুর প্রিয়গণ মে হেন পতিতে কর কৃপার ভাজন ॥ ঐছে কত কহে কণ্ঠরুদ্ধ ক্ষণে ক্ষণে । নিশি শেষ হৈল নিদ্রা নাহিক নয়নে ॥ ঐভক্তবৎসল প্ৰভু প্রভুর ইচ্ছায় । শ্ৰীজীব দেখয়ে স্বপ্ন কিঞ্চিৎ নিদ্রায় ॥ রামকেলিগ্রামে যৈছে দেখিল স্বপনে। সেই রূপ দেখে গৌরচন্দ্র গণসনে ॥ সঙ্কীৰ্ত্তনমধ্যে নৃত্য করে গৌররায় । ব্রহ্মার দুর্লভ প্রেমে জগৎ মাতায় ৷ লক্ষ লক্ষ লোক ধাইয়া আইসে চারিপাশে । হরি হরি ধ্বনি হয় এ ভূমি আকাশে ॥ ঐছে দেখা দিয়া প্রভু হৈলা অন্তর্ধান। স্বপ্নভঙ্গে জীবের ব্যাকুল হৈল প্রাণ ॥ পুনঃ স্ত্রীজীবেরে নিদ্র কৈল আকর্ষণ। স্ত্রজীব দেখয়ে কিবা অপূর্ব স্বপন ॥ কহিব সে স্বপ্ন পূৰ্ব্ব কহিয় কিঞ্চিৎ । পরম অদ্ভুত এই ঐ জীব-চরিত ॥ খ্রজীব বালককালে বালকের সনে। শ্ৰীকৃষ্ণসম্বন্ধ বিনা খেলা নাহি