পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৭২ ভক্তিরত্নাকর । [ मदभउन्नत्र । অনেকের সুখ হয়। গোবিন্দ কহয়ে এই কৰ্ত্তব্য নিশ্চয় ॥ গোবিন্দের বাক্যে রামচন্দ্র হর্ষ হৈলা। পরমার্থ রীত বহু উপদেশ কৈলা ॥ রামচন্দ্র রজনীপ্রভাতে ভ্রাতা স্থানে। বিদায় হইয়া যাত্র কৈলা বৃন্দাবনে ॥ আচার্ষ্য গেলেন মার্গশীর্ষ ৫ মাসশেষে। রামচন্দ্র গমন করিল। শেষ পৌঁষে ॥ শ্ৰীগোবিন্দ দুই চারি দিবস রহিয়া । কুমীরনগর হৈতে গেলেন তেলিয়ু ॥ তেলিয়া বুধরি আদি গ্রামবাসী যত । সবার আনন্দ যৈছে কে কহিবে কত ॥ অtসিয়া মিলিল ভদ্র লোক ভাগ্যবান। সবে করি দিলেন অপূর্ব বাসস্থান ॥ সবে মহাসুখী গোবিন্দের সদগণেতে। গোবিন্দ পাইলা স্থখ সবার স্নেহেতে। ঐছে বিলসয়ে এক চিন্তামাত্র সবে । শ্ৰী আচাৰ্য্য চরণ কিঙ্কর হব কবে ॥ কবে শ্ৰী আচাৰ্য্য প্রভু দীক্ষা মন্ত্র দিব । উদ্ধারিয়া অধমে অlপন করি নিব ॥ ঐছে খেদ গোবিন্দ করয়ে অনুক্ষণ। ইথে কহি গোবিন্দের পূর্ব বিবরণ ॥ কুমারনগরে বৈসে অতি শুদ্ধচীর । ভগবতী বিনা কিছু না জানয়ে আর ॥ গীতপদ্যে করে ভগবতীর বর্ণন । শুনি হর্ষ শক্তি-উপাসক সঙ্গিগণ ॥ ভগবতী । প্রতি ঐছে হইল যেন মতে । তাহার কারণ এবে কহি সংক্ষেপেতে ॥ শক্তিউপাসক মাতামহ দামোদর। ভগবতী র্যার বশীভূত নিরন্তর। দামোদর কবিরাজ সর্বত্র প্রচার। তার কন্য ৯ মার্গশীর্ষ--অগ্রস্থায়ণ লস