পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नवशङझश ।। ] ভক্তিরত্ন কর । ¢ ዓ9 বুনন্দ গোবিন্দ পুত্র যার । মাতৃগর্ভে গোবিন্দ ভূমিষ্ঠ নাহি হয়। তাছাতে মাতার কষ্ট হইল অতিশয় ॥ দাসী শীঘ্ৰ কহিলেন কবিরাজ প্রতি । সে সময়ে কবিরাজ পূজে ভগবতী ॥ কথা না কহিয়া নেত্র হস্ত ভঙ্গীদ্বারে । শ্ৰীদুৰ্গাদেবীর যন্ত্র দেখায় দাগীরে ॥ লৈয়া যাহ ইহা শীঘ্র করাহ দর্শন। হুইব প্রসব দুঃখ হবে নিরারণ ॥ কহিল ভঙ্গিতে যাহা তাহা নবুঝিল। শীঘ্ৰ যন্ত্র ধৌত করি জল পিয়াইল ॥ হইল প্রসব পুত্র পরমসুন্দর। দিনে দিনে বৃদ্ধি হৈলা যৈছে শশধর । জন্ম হইল ভগবতী-যন্ত্রোদক পানে। এই এক হেতু ইহ জানে সৰ্ব্বজনে ॥ অল্পকালে পিতা সঙ্গোপন সঙ্গহীন । না বুঝিল কুন কৰ্ম্ম কহয়ে প্রাচীন আজন্ম রহিলা মাতা হের আলয় । উীর সঙ্গাধীন আর এই এক হয় ৷ উত্তম মধ্যমধুম সঙ্গ শাস্ত্রে কয়। যে যৈছে করয়ে সঙ্গ সেহে তৈছে হয় । ভগবতীপ্রতি আৰ্ত্তি এ দুই প্রকারে । সবে উপদেশে ভগবতী পূজিবারে ॥ ভগবতী বিন কোন কাৰ্য সিদ্ধি নয়। এই মত উপদেশ গোবিন্দ করয় রামচন্দ্র শ্ৰী আচাৰ্য্য স্থানে শিষ্য হৈতে । গোবিন্দ একান্তে বলি বিচারয়ে চিতে ॥ ভগবতী-পাদপদ্ম কৈলে আরাধন। নহিবে কি এ ভববন্ধাদি বিমোচন হেনকালে অলক্ষে কহয়ে ভগবতী । কৃষ্ণ না ভজিলে কারু না ঘুচে দুৰ্গতি ॥ শুনি এই বাক্য মুনে বহু খেদ হৈল! ভজিৰ খ্ৰীকৃষ্ণপাদপদ্ম দঢ়াইল ॥ আচাৰ্য্যপ্রভুর শিষ্য হইব সৰ্ব্বথা ।