পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ ዓ8 ভক্তিরত্নাকর । [ नदशठग्नत्र । তবে সে ঘুচিবে মোর অন্তরের ব্যথা ॥ ঐছে বিচারিয়া চলিতেই যাজিগ্রামে। শুনিলেন শ্ৰীআচাৰ্য্য গেলা বৃন্দাবনে। গোবিন্দের চিত্তে খেদ হৈল অতিশয় ৷ হইয়া ব্যাকুল মনে মনে বিচtয় ॥ বৈষ্ণবগণেও মোর হিতচিন্তা কৈল । কছিল পিতার বার্তা তাহ না শুনিল ॥ মোর পিতা চিরঞ্জীবসেন বিদ্যাবান। চৈতন্যচন্দ্রের ভক্ত গুণের নিধান ॥ এ হেন সন্তান হৈয় গেলু ছারে খারে। এ কেবল কৰ্ম্মদোষ কি বলিব কারে ॥ মোর সম জগতে অধম নাই আর । মনে ষে করিমু তাহা নছিল আমার ॥ যদি আচার্য্যের কভু করিতু দর্শন। তবে কিনা ফিল্পিত আমার দুষ্ট মন ॥ মোর জ্যেষ্ঠ অচিাৰ্য্যপ্রভুর দরশনে। ফিরিল সে মন নিষ্ঠ হৈল সে চরণে ॥ তারে ঐআচাৰ্য্যপ্ৰভু অনুগ্রহ কৈল । মোর কৰ্ম্মদোষে র্তার দর্শন না হইল ॥ কি করিব কোথ। যাব কি হবে অামার। এত কহি কানো মেত্রে বহে অশ্রুধার ॥ হেনকালে দৈববাণী হইল আকাশে। অভিলাষ পূর্ণ হবে অলপ দিবসে ॥ সেই দিন হৈতে কৃষ্ণে হৈল রতি মতি দেখি ঐছে চেষ্টা রামচন্দ্র হর্ষ অতি ॥ এইত কহিল গোবিনোর পুর্বরীত। এ সব শ্রবণে কৃষ্ণচন্দ্রে হয় প্রীত ॥ তেলিয়া বুধরিগ্রামে গোবিদের স্থিতি । তেলিয়ায় নির্জুনস্থানেতে প্রীত অতি ॥ বুধরি পশ্চিমে ঐপশ্চিমপাড়া নাম। গুঞ্জ। সৰ্ব্বারম্ভে বাস সেহ রম্যস্থান ৷ বুধরি প্রসিদ্ধ”বাপে ব্যক্ত সৰ্ব্ব ঠাই। জ্যেষ্ঠ ভ্রাক্ত বিন