পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৰমতরঙ্গ ৷ ] ভক্তিরত্নাকর । 6:ፃ¢ গোবিদের ধৈর্য্য নাই কহিতে কি এখা উৎকণ্ঠিত হৈয়া জডি রামচন্দ্র বৃন্দাবনে গেলা শীঘ্ৰ গতি ॥ রামচন্দ্ৰে দেখি লোক করে ধাওয়া ধাই। সবে কহে এমন কখনু দেখি নাই । গোঁড়দেশ হৈতে হৈল ইহঁর গমন । না জানিয়ে এহেঁ কোন রাজার নন্দন ॥ কেহ কহে অহে এ মনুষ্য কভু নয়। ইহে কোন দেবতা মনেতে এই হয় ৷ কেহ গিয়া কহে জীবগোসাঞির অগ্রেতে। অপূর্ব পুরুষ এক আইলা গোঁড় হৈতে ॥ সর্বাঙ্গ সুন্দরকাস্তি কনক জিনিয়া । তারে দেখি না জানি কেমন করে হিয়া ৷ মন্দ মন্দ চলে চারু চতুর্দিকে চায়। বিপুল পুলকাবলি শোহে সৰ্ব্বগায় ॥ বৃন্দাবন শোভা দেখি কি ভাব অন্তরে। দীর্ঘ দুই নয়নে অদ্ভূত অশ্রু করে। ইহা শুনি শ্ৰীজীব আচার্য্যে জিজ্ঞাসিলা। আচাৰ্য্য কহেন বুঝি রামচন্দ্র আইলা ॥ পূর্বে শ্ৰী আচাৰ্য্য রামচন্দ্র বিবরণ। করিয়াছিলেন গোস্বামিয়ে নিবেদন ॥ শ্রীজীব-গোস্বামী কহে রামচন্দ্র কোথা। লোকে নিদেশয়ে শীঘ্র তারে আন এথা ॥ এত কহিতেই রামচন্দ্র তথা আইলা। ঐআচাৰ্য্য-গোস্বামির পদে প্ৰণমিলা । দোহে রামচন্দ্রে আলিঙ্গিয় বার বার। বসাইয় নিকটে জিজ্ঞাসে সমাচার। রামচন্দ্র প্রথমেই কৈল নিবেদন । যে কহিল খণ্ডবাসী স্ত্রীরঘুনন্দন ॥ আর যে যে বৈষ্ণব ষে কহিতে কহিল। তাহা কহি তা সবার চেষ্টা জানাইল ॥ গ্রন্থ অধ্যয়ন আদি যৈছে তা কহিতে। হইল অধৈৰ্য্য ধৈর্য্য ধরিল