নলসতরঙ্গ । ] ভক্তিরত্নাকর । @ዓጫ কৃপা করিল তাহা বচনের দূর । কৃষ্ণদাস কবিরাজ আদি যত জন। তা সব সহিত হৈল অপূৰ্ব্ব মিলন ॥ গোবৰ্দ্ধন পৰ্ব্বতের দর্শন করিল । ভ্ৰমিয়া দ্বাদশ বনে মহাহৰ্ষ হৈলা ॥ বৃন্দাবনে শ্ৰীভট্ট গোস্বামি আদি যত সবে রামচন্দ্রে প্রশংসয়ে অবিরত ॥ শুনি রামচন্দ্রের কবিত্ব চমৎকার । কবিরাজ খ্যাতি হৈল সম্মত সবার ॥ কহিতে কি শ্রীরামচন্দ্রের গুণগণ । যার ইষ্টনিষ্ঠা-যশ গায় সৰ্ব্ব জন ॥ রামচন্দ্র নিজ ইষ্ট আচাৰ্য্যসঙ্গেতে । ভট্টগোম্বামির সেবা করে নানা মতে ॥ বৃন্দাবনে যৈছে বিলসয়ে দুই জন। বাহুল্য-ভয়েতে তাহ না হয় বর্ণন ॥ ঐজীবগোসাঞির সুখ বাঢ়ে নিরন্তর । দেখি গুরু শিষ্যের চরিত্র মনোহর ॥ শ্ৰীগোঁড়গমন ত্যাচার্য্যেরে জানাইলা । আচাৰ্য্য সৰ্ব্বত্র শীঘ্ৰ বিদায় হইলা ॥ বৈশাখের পূর্ণিমা দিবস শুভ তিথি । রাধারমণের সিংহাসন যাত্রা তথি ॥ মহামহোৎসব ভট্টগোস্বাসি-বাসায় । দেখিলেন শ্ৰীনিবাস উল্লাস হিয়ায় ॥ সেই দিন শ্ৰী জীব গোস্বামী মেহাবেশে । যাত্রা করাইল গৌড়ে প্রিয় শ্ৰীনিবাসে ॥ পূর্ণিমার পরদিন ত্রজীবগোসাঞি। শ্যামানন্দে সমৰ্পিলা আচার্যের ঠাই। যে যে গ্রন্থ পূর্বে পরিশোধন করিল। তাহ লোক সঙ্গতি করিয়া সঙ্গে দিল ॥ গোস্বামী সকল গোবিন্দের মন্দিরেতে। হইলা ব্যাকুল সবে বিদায় করিতে। খ্ৰীনিবাস সবার চরণে প্রশমিয়া। চলে গোবিদের মুখচন্দ্র নিরখিয় ॥ রামচন্দ্র শ্যামানন্দ ব্যাকুল [ १० |
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।