পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फक्लि;क्लोकङ्ग । [नभिष्ठनिग्न । موا۹ ٤) অন্তরে। পুনঃ পুনঃ প্রশময়ে গোস্বামি সবারে। স্ত্রীর ব্যাকুল হৈয়া চলে কথো দূর । পুনঃ পুনঃ নিষেধয়ে আচাৰ্য্য ঠাকুর। বাসায় বলিলা সবে বিদায় করিয়া। আচাৰ্য্য চলিলা শীঘ্ৰ মধুরা হইয়া ॥ কথো দিনে বনবিষ্ণুপুরে প্রবেশিতে। আগুসরি আইলা রাজা মহাহৰ্ষ চিতে ॥ আচাৰ্য্য প্রভুর পাদপদ্ম নিরথিয় । করয়ে প্রণাম ভূমিতলে লোটাইয়া ॥ আচাৰ্য্য রাজার শিরে অপিয়া চরণ। ধরি বাহুমূলে তুলি কৈল আলি ঙ্গন ॥ রামচন্দ্র শ্যামানন্দ গুণের আtলয় । আচার্ষ্য দিলেন এ দোহার পরিচয় ॥ রাজা বীরহাম্বীর পড়িয়া ভূমিতলে ছ পদে প্রণমি ভাসয়ে নেত্রজলে ॥ উল্লাসে কহয়ে রাজা কি ভাগ্য অমীর । প্রভুর কুপায় পাইলু চরণ দোহার ॥ দোছে বীরহান্ধীরে করিয়া আলিঙ্গন। পাইলেন যে আনন্দ না হয় বর্ণন ॥ রাজপাত্রাদিক যে রাজার সঙ্গে আইলা । সে সকলে আনন্দ-সমুদ্রে মগ্ন হৈল ॥ প্রভুরে লইয়া রাজা গেলা বাসস্থান। নেত্র ভরি দেখে গ্রামবাসী ভাগ্যবান। আচাৰ্য্য ঠাকুর আইলা বনবিষ্ণুপুরে। সর্বত্র ব্যাপিল পরস্পর লোকদ্বারে । বনবিষ্ণুপুরে শ্ৰীআচাৰ্য্য গণসনে। বিলসয়ে দিবসরজনি সঙ্কীৰ্ত্তনে ॥ শ্ৰীআচাৰ্য্য ঠাকুরের অলৌকিক রীত। কে বুবিতে পারে তার অন্তরের প্রীত ॥ দিন দশ শ্যামানন্দে রাখি বিষ্ণু পুরে । উৎকলে বিদায় করে ব্যাকুল অন্তরে ॥ শ্যামান" যাইবেন উৎকল-দেশেতে। ইথে রাজা অধৈৰ্য্য হইয়া চিতে