পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নষমতরঙ্গ ৷ ] ७छिब्रङ्गकङ्ग । ৫৭৯ চিতে ॥ মহান্তের চেষ্টা বুঝে ঐছে শক্তি করে। সর্বত্র ভ্ৰমিয়া করে জীবের উদ্ধার ॥ এথা কথো দিবস নছিল অবস্থিতি। পুন যে দেখিব ঐছে ন কৈলু স্বকৃতি ॥ এতেক চিন্তিয়া বহু দ্রব্য যত্ন মতে ৷ লৈয়া আইলা শ্ৰী আচার্য্য প্রভুর অগ্ৰেতে ॥ আচাৰ্য্য দেখিয়া সুখ পাইলেন মনে । অগ্ৰে লৈয়া সামগ্রী চলিলা ভারিগণে ॥ শ্যামানন্দ রাজার করিল মনোহিত। অন্যে কি বুঝিব শ্যামানন্দের যে রীত ॥ আচাৰ্য্য ঠাকুর ধৈর্য্য ধরিতে ন পারি। শ্যামানন্দে কহে কত আলিঙ্গন করি ॥ শ্যামানন্দ সিক্ত অচির্য্যের নেত্রজলে । আচাৰ্য্যেরে প্রণময়ে পড়ি মহীতলে ॥ শ্যামানন্দ করে ধরি অচ্যর্য্য ঠাকুর। মেহাবেশে সঙ্গেতে চলয়ে কথো দূর ॥ শ্যামানন্দ কহি কত আচাৰ্য্য ঠাকুরে। ফিরাইল আচাৰ্য্য গেলেন বাসাঘরে ॥ রামচন্দ্র করিরাজ আদি সব স্থানে। হুইলা বিদায় যৈছে বৰ্ণিতে কে জানে ॥ বিদায়ের কালে রাজা যাহা নিবেদিল । গ্রন্থের বাহুল্যভয়ে তাহ না বর্ণিল ॥ শ্যামাননা চলে মহা ব্যাকুল হইয়া। কান্দয়ে সকল লোক সে পথ চাহিয়া । বনবিষ্ণুপুর হৈতে বহু জন সনে শ্যামানন্দ উৎকলে গেলেন অল্প দিনে ॥ সৰ্ব্বত্রেই বিদিত হইল আগমন। চতুর্দিকে ধায় লোক করিতে দর্শন। স্ত্রীরসিকানন্দআদি মহাহৰ্ষ হৈলা। শ্যামানন্দ নৃসিংহপুরেতে স্থিতি কৈলা ॥ সমাচার পত্রী পাঠাইলা বিষ্ণুপুর। পত্রপাঠে হৰ্ষ হৈলা