পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Φυ ο ভক্তিরত্ন কর । [ নবমতরঙ্গ । আচাৰ্য্য ঠাকুর ॥ বিষ্ণুপুরে অtচাৰ্য্য রহিলা দুই মাস। অনেক জনের পূর্ণ কৈল অভিলাষ ॥ দেখিয়া রাজার ভক্তি গ্রন্থে অধি. কার। অচির্য্যের মনেতে হইল চমৎকার ॥ পূর্বে কছিলেন যাহা তাহ সূচাইয় । রাধাকৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলা হর্ষ হৈয়৷ শ্ৰী কাম গায়ত্রী অর্থ যত্নে শুনাইল । হরিনাম জপের নিৰ্ব্বন্ধ করাইল ॥ প্রিয় রামচন্দ্র কবিরাজে সমপিলা । জানিবে বিশেষ ইহঁ। স্থানে জানাইল ॥ দেখিয়া রাজার চেষ্টা কহে বীরে বারে । ঐ জীব গোস্বামী হৈল প্রসন্ন তোমারে ॥ ঐচৈতন্য দাস নাম ধুইল তোমার । শুনিয়া রাজার নেত্ৰে বহে অশ্রুধার ॥ সৰ্ব্বাঙ্গে পুলক ধৈৰ্য্য ধরণে না যায়। ভূমিতে পড়িয়া প্রণময়ে প্রভু-পায় ॥ কর যোড় করিয়া কহয়ে বার বার। তুয়া অনুগ্রহে সব সফল আমার ॥ ঐছে কত কহে দাড়াইয়া প্রভুপাশে । সে সব কহিতে মোর মুখে ন৷ আইসে ॥ রাজা বীরহম্বীরের রাণী সুলক্ষণ। আচার্য্য প্রভুরে কত করিলা প্রার্থন ॥ আচাৰ্য্য প্রসন্ন হৈয়া দীক্ষামন্ত্র দিলা । পাইয়া যুগলমন্ত্র রাণী হৰ্ষ হৈলা ৷ শ্ৰীধাড়ি হাম্বীর যোগ্য রাজার তনয়। র্তারে শিষ্য কৈলা শ্ৰীআচাৰ্য্য দয়াময় ॥ হৈল বীরহাম্বীরের পরম উল্লাস । শ্ৰীকালাচাঁদের সেবা করিলা প্রকাশ ৷ ঐআচাৰ্য্য প্রভু তার করে অভিষেক। দেখে ভাগ্যবন্ত লোক কৌতুক অনেক। কেহ কহে কালচাদ কিবা মনোহর সাক্ষাৎ হইল একি ব্রজেন্দ্র কুমার ? - কেহ কহে রাজার ভাগ্যের