নবমতরঙ্গ ৷ ] ভক্তিরত্ন কর । Qb"> সীমা নাই। হেন শ্রণিগহ না দেখিয়ে কোন ঠাই ॥ রাজার যেমন মনোবৃত্তি তৈছে হৈলা । দেখি কালাচাঁদ-শোভা কেব ন। ভুলিল ॥ ঐছে কত কহে চাহি কালাচাদ পানে। অক্তিসেক উৎসপ বর্ণিব কিবা আনে ॥ শ্ৰী আচাৰ্য্য প্রভু কৃপ। করিয় রাজায় । সমৰ্পিল শ্ৰীকালাচাদের দুটি পায় ॥ আচাৰ্য্য বিহলে রজ। না জানয়ে তার । অচির্য্যের পাদপদ্ম সৰ্ব্বস্ব রাজার ॥ আচার্য্যের গুণে হিয়া উমড়ে সদায় । স্বপনেও রাজা ভাচার্যের গুণ গায় ॥ এক দিন স্বপ্নে গীত করিল বর্ণন । মহনন্দে রাণী কিছু করিল শ্রবণ ॥ জাগিয়া বসিতে রাজা রাণী নিবেদয় । স্বপ্নেতে বর্ণিল কি অপূৰ্ব্ব গীতদ্বয় ॥ কহিতেওঁ ভয়, না কহিলে প্রাণ ঝুরে । অনুগ্রহ করিয়া শুনাও এ দাসীরে ॥ রাজা কত দৈন্য প্রকাশিয়া মুদু ভাষে । সুমধুর গীত পাঠ করে প্রেমাবেশে ॥ কামোদঃ ॥ প্রভু মোর শ্ৰীনিবাস, পূরাইল মনের অীশ, তুয়া বিনু "তি নাহি আর । আছিলু বিষয় কীট, বড়ই লাগিত মিট, সুচাইলা রাজ-অহঙ্কার ॥ করিতু গরল পান, সে ভেল ডাহিন বমি, দেখাইলা অমিয়ার ধীর । পিব পিব করে মন, সব ভেল উচাটন, এ সব তোমার ব্যবহার। রাধাপদ স্থধারাশি, সে পদে করিলা দাসী, গোরাপদে বাধি দিল চিত । ক্রীরাধিক * সহ, দেখাইল কুঞ্জ গেছ, জনাইলা তুহু প্রেমরাত ॥
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।