পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ। ] ভক্তিরত্নাকর । & X জানে। কৃষ্ণ বলরাম মূৰ্ত্তি নিৰ্ম্মণ করিয়া । করিতেন পূজ। পুষ্প চন্দনাদি দিয়া । বিবিধ ভূষণ বস্ত্রে শোভা অতিশয় । অনিমিষ-নেত্ৰে দেখি উল্লাসহৃদয় । কনক-পুতলীপ্রায় পড়ি ক্ষিতিতলে । করিতে প্রণাম সিক্ত হৈলা নেত্রজলে ॥ বিবিধ মিষ্টান্ন অতিযত্নে ভোগ দিয়া । ভুঞ্জিতেন প্রসাদ বালকগণে লৈয়া ॥ কৃষ্ণ বলরাম বিনা কিছুই না ভয় । একাকীও দোহে লইয়া নির্জনে খেলায় ॥ শয়ন-সময়ে দোহে রাখয়ে বক্ষেতে । মাতা পিতা কৌতুকেও না পারে লইতে ॥ কৃষ্ণ বলরাম প্রতি আতিশয় প্রীত। দেখিয়া বালক-চেষ্টা সবে উল্লাসিত ॥ চৈতন্য নিতাই তার বাল্যকাল হৈতে। যৈছে প্রেমীধীন ব্যক্ত করয়ে স্বপ্নেতে ॥ হইলা প্রত্যক্ষ প্রভু কৃষ্ণ বলরাম । শুম শুরুরূপ দোহে আনন্দের ধাম ॥ দোহার অদ্ভুত বেশ কন্দপমোহন । অঙ্গের ভঙ্গিতে মত্ত করে ত্রিভুবন ॥ ঐছে দোহে দেখি পুনঃ দেখে গৌরবর্ণ। ঝলমল করয়ে জিনিয়া শুদ্ধ স্বর্ণ। দুহু অঙ্গ-দৌরভে ব্যাপিল ত্রিভুবন ॥ তাহে ধৈর্য্য ধরে ঐছে নাহি কোন জন ॥ শ্ৰীজীবের মনে মহা হৈল চমৎকার। অনিমিয-নেত্ৰে শোভা দেখয়ে দোহার ॥ ভালয়ে দীঘল দুটা নয়নের জলে । লোটাইয়া পড়ে দুই প্রভুপদতলে ॥ করুণাসমুদ্র গৌর নিত্যানন্দরায় । পাদপদ্ম দিলেন ঐ জীবের মাথায় ॥ পরম-বৎসল্যে পুনঃ করে আলিঙ্গন । কহিল অমৃতময় প্রবোধবচন ॥ শ্ৰীগৌরসুন্দর মহাপ্রেমাবিষ্ট হৈয়। প্রভু-নিত্যানন্দপদে দিল সমপিয়া ॥