পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(b** ভক্তিরত্নাকর i [नयमउच्नत्र । যমুনার কুলে যাই, তীরে সখী ধাওয়া ধাই, রাধা কানু বিলসয়ে স্বখে । এ বীরহাম্বীর হিয়, ব্রজপুর সদ ধিয়া, র্যাহা অলি উডে লাখে লাখে ॥ ১ ॥ কামোদঃ ॥ শুনগো মরম সখি, কলিয়া কমল আঁখি, কিবা কৈল কিছুই না জানি। কেমন করয়ে মন, সব লাগে উচাটন, প্রেম করি খেtয়ানু পরাণি । শুনিয়া দেখি কালা, দেখিয়া পাটনু জ্বালা, নিবাইতে নাহি পাই পানি । অগুরু চন্দন আনি, দেহেতে লেপিলু ছানি, না নিবায় হিয়ার তাগুনি ॥ বসিয়া থাকিয়ে যবে, অসিয়া উঠায় তবে, লৈয়া যায় যমুনার তীর। কি করিতে কি না করি, সদাই ঝুরিয়া মরি, তিলেক নাহিক য়ুহি থির ॥ শাশুড়ী ননদী মোর, সদাই বাসয়ে চোর, গৃহপতি ফিরিয়া না চায় ৷ এ বীরহাম্বীর চিত, শ্ৰীনিবাস অনুগত মঞ্জি গেল। কালাচাদের পায় ॥ ২ ॥ গীত শুনি রাণীর কত না উঠে মনে । না ধরে ধৈর্য ধারা ৰছে ছুনয়নে ॥ রাজার চরণে কত করয়ে প্রার্থনা ৷ হইয়া বিহ্বল রাণী না জানে অপেন ॥ রাজা নিজ নেত্রজলে সিঞ্চিত হইলা । স্থির হৈয় তাপনি রাণীরে স্থির কৈলা ॥ মধ্যে মধ্যে উঠে কত তরঙ্গ দোহার। সে প্রেম বৰ্ণিতে হেন শক্তি কি আমার ॥ স্ত্রীচৈতন্যদাস নামে যে গীত বর্ণিল। বিস্তারের