পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবমতরঙ্গ ৷ ] छडिब्रुङ्गकङ्ग । (ካህም® ডরে তাহ নাহি জানাইল ॥ গোষ্ঠীসহ রাজার অপুৰ্ব্ব রীত તિ গণসহ আচাৰ্য্যঠাকুর মহাস্থখী ॥ বনবিষ্ণুপুরে ঐছে আচাৰ্য্যঠাকুর । বহু শিষ্য করি ভক্তি বিতরে প্রচুর। সে সব শিষ্যের অতি অদ্ভুত চরিত। শাখাগণনাতে কিছু হইব বিদিত ॥ কথো জন শিষ্য হৈতে মহা চেষ্টা পাইলা । আপনে না করি অন্য স্থানে করাইল ॥ শিখর ভূমির রাজা হরিনারায়ণ । অচির্যের স্থানে শিষ্য হৈতে র্তার মন ॥ তেঁহো শিষ্য হইলেন শ্রীরামমন্ত্রেতে। স্বাভাবিক প্রীত র্তার শ্রীরামচন্দ্রেতে। হরিনারায়ণের অপূর্ব চেষ্টা দেখি। শ্ৰীনিবাসাচার্য্য হইলেন মহামুণী ॥ তার মনোরথ পূর্ণ করিতে আপনে হইল সচেষ্ট অনুগ্রহ কেবা জানে ॥ রঙ্গক্ষেত্রে ত্রিমল্লভট্টের পুত্র ছিল। পত্রদ্ধারে অতিশীঘ্র তারে আনাইলা । তেহে পঞ্চকুটে আসি স্নেহাবিষ্ট মনে। রামমন্ত্রে শিষ্য কৈল হরিনারায়ণে ॥ হরিনারায়ণে অনুগ্রহ প্রকাশিয়া । শ্ৰীনিবাস আচার্য্যে দিলেন সমপিয় ॥ সৰ্ব্ব তত্ত্ব জানাইলা আচাৰ্য্যঠাকুর । কহিতে কি রাজার চরিত্র সুমধুর ॥ এক দিন আচাৰ্য্যঠাকুর সবা-সনে । বসিয়া আছেন কৃষ্ণকথা আলাপনে ॥ হেনকালে আইলা লোক যাজিগ্রাম হৈতে। সমাচার পত্রী দিয়া প্রণমে ভূমিতে। সে মনুষ্যে জিজ্ঞাসি কুশল তার পর। পত্রী পাঠে আচার্য্যের অধৈৰ্য্য অন্তর। পত্রে ব্যক্ত লিখিল গমন শীঘ্র হয়। খণ্ডবালি আদি অতি উদ্বিগ্নহৃদয় ॥ ঐছে পত্রা সকলেই করিলা শ্রবণ।