ভক্তিরত্নীকর । [ नबगठब्रुत्र । ولا مراجع জরায়। কণ্ঠক নগরে গেলা ব্যাকুল হিয়ায় ৷ যথা গৌরচন্দ্র কৈল সন্ন্যtল গ্রহণ। তথা যৈছে হৈলা তাহা না হয় বর্ণন ॥ শ্ৰীগৌরাঙ্গ-দৰ্শনে ভাসয়ে নেত্রজলে। বার বার প্রণময়ে পড়ি ভূমিতলে ॥ তথা যে ছিলেন ভক্তগণ স্নেহাবেশে ৷ হইয়৷ বিহ্বল মিলিলেন শ্ৰীনিবাসে ॥ ঐযদুনন্দন চক্রবর্তী বিজ্ঞবর। র্যার ইষ্টদেব প্রভু দাস গদাধর। নিজ ইষ্ট সঙ্গোপন-দুঃখে দগ্ধ হিয়া ৷ হইলা অধৈর্য্য তেঁহো আচার্য্যে দেখিয়া ॥ ঐনিবাসাচার্য্য চেষ্টা দেখিয়া তাহার। স্থির হৈতে নারে নেত্র বহে অশ্রুধার ॥ প্রভু গদাধর গুণ করিয়৷ কীৰ্ত্তন। দোহে কান্দে ফুকরি কান্দয়ে সৰ্ব্বজন ॥ সে কান্দন শুনিতে পাষাণ গলি যায়। দুঃখের তরঙ্গ কত উমড়ে হিয়ায় ॥ শ্ৰীগৌরচন্দ্রের ইচ্ছামতে কতক্ষণে সবে স্থির হৈয়া বৈসে গৌরাঙ্গ-প্রাঙ্গণে । বৃন্দাবনগমনাদি আচার্য্যে জিজ্ঞাসে । তাছা সব নিবেদিলা সুমধুর ভাষে ॥ আচার্ষ্যের প্রতি কহে শ্ৰীযদুনন্দন। এক বধ হৈল ব্রজে গমনাগমন ॥ দারুণ বিচ্ছেদ দুঃখে বৃন্দাবন গিয়া! শীঘ্ৰ যে আইলা ইথে জুড়াইল হিয়৷ এই দেথ প্রভু গী ধরের আসন। এ নির্জনে কৈলা তুমি তাছার দর্শন ! কি বর্ণিব কাৰ্ত্তিকের কৃষ্ণাষ্টমী দিনে। মোর প্রভু অদর্শন ংৈল এই খানে ॥ সেই তিথি আরাধনা করিবার তরে। ক{ি সামগ্রী এই দেখহ ভাণ্ডারে ৷ সৰ্ব্বত্রেই নিমন্ত্রণ পত্রী ইল। মহান্তগণের এই বাসস্থান কৈল ॥যাজিগ্রাম গিয়া**
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।