নবমতরঙ্গ । ] ভক্তিরত্নাকর। ¢ህሙማ এখায় অলিবে । রহিয়া দিবল দশ সব সমাধিবে ॥ ঐছে জাচার্য্যেরে কত কহিতে কহিতে । বীরয়ে নয়ন বারি নামে নিবারিতে। আচাৰ্য্য ঠাকুর যৈছে চেষ্টা নিরখিয়া। যাজি এাম চলে নেত্রজলে সিক্ত হৈয়া । গ্রামে গিয়া বিষ্ণুপুরৰাসি । লোক দ্বারে। সমাচার পত্রী পাঠাইলেন রাজারে। প্রখণ্ডে বাইর শীঘ্র শ্রীরঘুনন্দনে। শ্ৰীমহোৎসবের কথা কহিল নির্জনে ॥ শুনিয়া ঠাকুর অতিব্যাকুল অস্তরে। প্রিয় ঐনিবাসে কিছু কহে ধীরে ধীরে ৷ কাৰ্ত্তিকে শ্ৰীদাস গদাধর-সঙ্গোপনে । প্রভু নরহরি শীর্ণ হৈলা ক্ষণে ক্ষণে ॥ কে বুঝিতে পারে তঁর অস্তরের ব্যথা । সে দিবস হৈতে কারু সনে নাই । কথা ॥ নিরস্তর সিক্ত দুই নেত্রের ধারাতে । তাহা কি বলিৰ তুমি দেখিলা সাক্ষাতে ॥ মার্গশীর্ষ মাসে কৃষ্ণ একাদশী দিবে অকস্মাৎ আদর্শন হৈলা এই খানে ॥ সেই তিথি আরাধনা করিবার তরে। হইল সামগ্ৰী সব দেখহ ভাণ্ডারে ॥ প্ৰভু নিত্যানন্দাদ্বৈত চৈতন্যের গণে । নিমন্ত্রণ পত্রী পাঠাইলু স্থানে স্থানে ॥ আসিবেন প্রভু নিত্যানন্দের নন্দন। প্ৰভু অদ্বৈ তের পুত্ৰ করিবে গমন ॥ রজনি প্রভাতে কালি যাজিগ্রাম দিয়া। কণ্টক নগরে যাব একত্র হইয়া ॥ তথা অগিবেন ঐ প্রভূর প্রিয়গণ । ভঁ। সবার দর্শনে জুড়াবে নেত্র মন ॥ মুহা মহোৎসব সাঙ্গ হৈলে সবে লইয়া । আসিব শ্ৰীখণ্ডে যাজি এামেতে রহিয়৷ ৷ ইছা শুনি শ্ৰীনিবাস মহাহৰ্ষ হৈলা । বিদায়
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।