পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ७छिन्नङ्गकङ्ग । [ নবমতরঙ্গ ل6ty-b হইয়া শীঘ্ৰ ষাঙ্গিগ্রামে আইলা রামচন্দ্র কবিরাজ প্রিযুগণে কহিল সকল কথা বসিয়া নিজনে শুনিগৰে সেই ক্ষণে বাস স্থির কৈলা । করিতে નામઃ નિઃ ছৈল। শ্রীচৈতন্যগণের গমন হবে এথা। যজিগ্রামবাসী সবে শুনিল এ কথা ৷ হইল সবার মহা আনন্দ অন্তর। যার যে উচিত কাৰ্য্য করে পরস্পর । আচাৰ্য্য ঠাকুর হৃষ্ট হৈয়। পর দিনে। কণ্টক নগর যাইবেন এই মনে ॥ বাড়ির বাহিরে আলি লৈয় নিজগণ । শ্ৰীখণ্ডের পথ-পানে করে নিরীক্ষণ ॥ স্ত্রীরঘুনন্দনগণসহ খণ্ডহৈতে। যাজিগ্রামে আইলেন রজনী-প্রভাতে। কতক্ষণ রহিয়া শ্ৰীআচার্য্যের ঘরে । আচার্য্যাদি সহ গেলা কণ্টকনগরে ৷ কণ্টকনগরে সর্ব মহান্তের গতি। দেখিতে ধীরেন লোক হৈয়া হৰ্ষ অতি ॥ যে যে মহান্তের আগমন যথ হৈতে। গ্রন্থ বাহুল্যর্থে তাহ নারি বিস্তারিতে নাম মাত্র কৰি অতি উল্লাস হিয়ায় । যে নাম শ্রবণে ভক্তিরত্ন লভ্য হয়। প্রভুপ্রিয় স্ত্রপতি শ্ৰীনিধি বিদ্যানন্দ । বাণীনাথ বস্তু রামদাস কৱিচন্দ্র । পুরুষোত্তম সঞ্জয় শ্ৰীচন্দ্রশেখর। শ্ৰীমাধবাচার্য কীৰ্ত্তনীয় ষষ্ঠাধর। ঐকমলাকান্ত বাণীনাথ বিপ্রবর। বিষ্ণুদাস “নন্দনপণ্ডিত পুরন্দর ৷ ঐচৈতন্যদাস কর্ণপুর প্রেমময়। ঐ #ানকীনাথ রিপ্র গুণের আলয় । স্ত্রীগোপাল আচাৰ্য্য গোপাল দাস আর । মুরারি চৈতন্যদাস পরম উদার। রঘুনাথ বৈদ্য উপাধ্যায় নারায়ণ। বলরাম দাস আর দুস সনাতন । বিগ