পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবমতরঙ্গ ৷ ] ভক্তিরত্নাকর। (to S এসবার সন্দর্শনে ॥ এথা রঘুনন্দন গৌরাঙ্গ প্রাঙ্গণেতে । মহান্তগণের আগমন চিন্তে চিতে ॥ হেনই সময়ে যদু কহে ধীরে ধীরে । সবে অসি প্রবেশিলা কণ্টকনগরে ৷ যদুনন্দনের মুখে এ কথা শুনিয়া। সব সহ কতো দূরে চলে হর্ষ হৈয়। প্রভুভক্তগণের গমন গঙ্গাতীরে। দেখিতে অধৈর্য্য যৈছে কে কহিতে পারে। পরস্পর কি অদ্ভুত মিলন হইল । প্রেমভক্তি রসের সমুদ্র উথলিল ॥ যথা প্রভু করিলেন সন্ন্যাস গ্রহণ। তথা উপনীত হইলেন সৰ্ব্বজন ॥ দেখিতে সেস্থান হিয়া বিদরিয়া যায়। ছাড়ে অতিদীর্ঘশ্বাস অগ্নিশিখা প্রায় ॥ ঐচৈতন্যচন্দ্রের সন্ন্যাস সোঙারিয়া । করয়ে ক্রনীন সবে ভুমে । লোটাইয়া ॥ উঠিল ক্ৰন্দন রোল নহে নিবারণ। কারু স্মৃতি নাহি দেহে ধৈর্য্য বা কেমন ॥ সে দশা যে দেখিল সেই সে তার সাখী । আনের কি কথা দেখি কান্দে পশু পার্থী ॥ পর- ; স্পর সবার গলায় সবে ধরি। করয়ে বিলাপ যৈছে কহিতে না পারি ॥ সম্বরিতে নারে নেত্রে ধারা অনিবার। ধূলায় ধূষর অঙ্গ হইল সবার ॥ সকল মহান্ত গিয়া গৌরাঙ্গ প্রাঙ্গণে । | দেখি গৌরচন্দ্রে স্থির হৈল কতক্ষণে ॥ শ্ৰীগৌরচন্দ্রের ইচ্ছা! বুঝনে না যায়। অকস্মাৎ বাঢ়ে সুখ সবার হিয়ায় । কতক্ষণ । সবে প্রভু প্রাঙ্গণে রহিয়। অপূর্ব বাসায় হর্ষে উদ্ভরিল। গিয়া। গণসহ শ্ৰীনিবালাচাৰ্য্য ভক্তিময়। সর্বত্র নিযুক্ত সব } কার্য সমাধয় ॥ প্রতি দিন যে উৎসব তার নাই অন্ত। দেখয়ে