পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«Հ ভক্তিরত্নীকর । [ প্রথম তরঙ্গ । নিত্যানন্দ শ্ৰীজীবে কহয়ে বারবার। এই মোর;প্রভু হো’ক সৰ্ব্বস্ব তোমার ॥ ঐছে প্রভু অনুগ্রহে পুনঃ প্ৰণমিতে । দোহে অদর্শন দেখি নারে স্থির হৈতে ॥ निर्लेडन्न श्ंख দেখে নিশি পোহাইল। অধ্যয়ন-ছলে নবদ্বীপে যাত্র কৈল ॥ চন্দ্রদ্বীপবাসী-লোক বিচারিল মনে । অবশ্য জীব যাইবেন বৃন্দাবনে ॥ শ্রীজীব সঙ্গের লোকে বিদায় করিয়া । ফতেল্লায়। হইতে চলে এক ভূত্য লৈয় ॥ প্রেমাবিষ্ট হৈয়া পথে কি অদ্ভুত গতি । শ্ৰীজীবে দেখিয়া কেহ কহে কারু প্রতি ॥ দেখ দেখ এই কোন রাজার কুমার। কনক-চম্পক বর্ণ তনু মনোহর ॥ কি অপূৰ্ব্ব বদনমাধুরী প্রাণ হরে। কিবা দীর্ঘনয়ন নাসিক শোভ করে । কিবা ভুরু ললাট শ্রবণ চারু কেশ । কিবা গণ্ড গ্রীবা কি অদ্ভুত বক্ষঃদেশ ৷ কিল হস্তপদ্ম নখাবলী বিলসায় । কিবা ক্ষীণ মধ্য জঞ্জ জন্তু পদদ্বয় ॥ অপুর্ব তুলসীমালা কণ্ঠে ত্বকোমলে । কিবা শুভ্র সূক্ষা চারু যজ্ঞসূত্র গলে ॥ অহে ভাই! ইহার বালাই লৈয়া মরি। মনে হয় নিরন্তর রাখি নেত্রভরি ॥ কেহ কহে ভাই সব ! ইহারে দেখিয়া । না জানিয়ে আমার কেমন করে হিয়া ॥ কেহ কহে আহে ! ঐছে হয় মোর মন । করিব অবশ্য ইহঁ সন্ন্যাসগ্রহণ ॥ এইরূপ কহে কত ব্যাকুল-হিয়ায় । শ্ৰীজীব পরম-প্রেমাবেশে চলি যায় ॥ নবদ্বীপ প্রবেশিতে এই ধ্বনি হইল। সনাতন স্ত্রীরূপের ভ্রাতুষ্পুত্র আইল, শ্ৰীজীবের চেষ্ট। দেখি ব্রাহ্মণ-পণ্ডিত। কিবা জিজ্ঞাসিল সবে হইল৷