পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

658 ভক্তিরত্নাকর । [ নবমতরঙ্গ । রাধাবিভূতিরূপ যা চন্দ্রকান্তিঃ পুরা স্থিত । সাদ্য গৌরাঙ্গনিকটে দাসবংশে গদাধরঃ ॥ পূর্ণানন্দ ব্রজে যাসীদ্বলদেবপ্রিয়াগ্রণীঃ । সাপি কাৰ্য্যবশাদেব প্রাবিশত্তং গদাধরং ॥ সর্বপ্রকারেতে শ্রেষ্ঠ গদাই পণ্ডিত । শ্ৰীগৌরচন্দ্রের শাখা জগতে বিদিত ॥ তথাহি শ্রীচৈতন্যচরিতামৃতে ॥ বড়শাখা গদাধর পণ্ডিত গোসাঞি । তেঁহে। লক্ষীরূপ র্তার সম অন্য নাই ॥ দাস গদাধরের প্রভাব অতিশয় । চৈতন্যের শাখা ও নিতাইর শাখা হয় ॥ তথাহি তত্ৰৈব ॥ শ্ৰীদাস গদাধর শাখা সর্বোপরি । কাজিগণ মুখে বোলাইল। হরি হরি ॥ শ্ৰীনিত্যানন্দের শাখা দাস গদাধর । জানাইল কৃষ্ণদাস কবি বিজ্ঞবর ॥ তত্ৰৈব ॥ ঐীরামদাস আর গদাধর দাস । চৈতন্যগোসাইর ভক্ত রছে তার পাশ ॥ নিত্যানন্দে আজ্ঞ যবে গৌড়দেশ যাইতে । মহাপ্রভু এই দোহে দিলা তার সাথে ॥ অতএব দুইগণে দোহার গণন । ঐছে বহু ব্যক্ত বরি কহে বিজ্ঞগণ ॥ গদাধরদাল সদা মত্ত ভাবাবেশে । নিত্যানন্দ প্রভু তৈছে তা সহ বিলগে "