পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবমতরঙ্গ ৷ ] ভক্তিরত্ন কর । 6 st তথাহি তত্রৈব। গদাধরদাস গোপীভাবে পূর্ণানন্দ। র্যার ঘরে দানলীলা করে নিত্যানন্দ ॥ ঐছে গদাধর প্রভু নিত্যানন্দ সনে । নিরস্তর হর্ষ প্রেমভক্তি-রত্ন দানে ॥ অল্পে জানাইলু দাস গদাধরক্রিয়া। জানাইব অন্যত্রেও প্রসঙ্গ পাইয়া ॥ ঐযদুনন্দন দাস গদাধর বিনে । যে রূপে গোঙtয় তা বর্ণিব কোন জনে ॥ নিরন্তর তার গুণ করয়ে কীৰ্ত্তন। ভক্তিরসাবিষ্ট সদা ঐযন্থনন্দন ৷ নিজ প্রভু মহোৎসব যৈছে সমাধিল । তাহ দেখি লোক সব বিস্মিত হইল ॥ কহিতে কি মহাভাগ্যবন্ত লোকগণ নেত্ৰ ভরি কৈল সৰ্ব্ব মহন্ত দর্শন ॥ সকল মহান্ত গেল। যালিগ্রাম পথে । হইল গমন ধ্বনি শ্ৰীযাজিওগ্রামেতে ॥ যঞ্জিগ্রামবাসী লোক মহাহৰ্ষ মনে । অগুসরি সবে লৈয়া গেল! বাসস্থান ॥ শ্ৰীনিবাস আচার্য্যের মহানন্দ হৈল । তাহা একমুখে কিছু বণিতে নারিল ॥ আনে কি জানিব শ্ৰীনিবাসের হৃদয় । নিরিখয়ে পথপানে উৎকণ্ঠতিশয় ॥ হেনকালে যদুনন্দনাদিগণ সনে । কণ্টকনগর হৈতে আইলা হর্ষ মনে ॥ আর যে যে গ্রামে ভাগবতগণ ছিল । অtচার্য্যভবনে সবে একত্রে হইল ॥ মহামহোৎসব হৈল আচাৰ্য্যভবনে। সবে মহামত্ত হইলেন সঙ্কীর্তনে ॥ ঐছে চারি পাঁচ দিন শ্ৰীনিবাসঘরে । করিলেন স্থিতি সবে উল্লাস অন্তরে ৷ সৰ্ব্ব সমাদরে শ্ৰীনিবাস বিচক্ষণ । খ্ৰীনিবাসে প্রশংসয়ে ভাগ্যবন্তগণ ॥ স্ত্রীরঘুনন্দন শইiধর্ষ স্নেহাবেশে । না জানি কি নিভৃতে কছিল। ঐনি