পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবমতরঙ্গ ৷ ] ভক্তিরত্নাকর । (tఫిసి প্রকাশ ॥ কেহ শ্ৰীনিবাস শিরে শ্রীহস্ত ধরয়। জুড়াইলু বলি নেত্রজলে সিক্ত হয় ॥ হউক তোমার সব মনোরথ সিদ্ধি । তোমাতে বঞ্চিত যে বঞ্চুক তারে বিধি ॥ যে লইবে তোমার শরণ সেই ধন্য । অবশ্য মিলিব তারে শ্রীকৃষ্ণচৈতন্য ॥ কেহ হস্তে স্পর্শি মুখে কহে বার বার। এ মুখ সদাই মনে রন্থক আমার ॥ অধৈৰ্য্য হইয়া পুন ধীরে ধীরে কয় । তোমা হৈতে জীবের হইবে দুঃখ ক্ষয় ॥ কেহ কহে তোমার বালাই লৈয়া মরি। আইসহ তোমারে বারেক কোলে করি ॥ কোলে লইয়া তিলেক ছাড়িতে নাহি পারে। মনে হয় রাখে সদা হিয়ার ভিতরে ॥ কেহ কেহ কত না করিয়া আশীৰ্ব্বাদ । ধরিয়া হিয়ায় কহে পূর্ণ হৈল সাধ ॥ হৈয়াছে সকল শূন্য তাথে দগ্ধ হিয়া । করিলা শীতল কথামৃত পিয়াইয়া ॥ কেহ আলিঙ্গন করি নারে স্থির হৈতে । সমপয়ে ত্রমূর্তিদ্বয়ের চরণেতে ॥ নরহরি রঘুনন্দনের প্রেমাধীন । এ দোহার গুণে মত্ত হয় রাত্রি দিন ॥ ভক্তিরস সায়রে ডুবাও হীনজনে । ঐছে কত কহে অশ্রু করয়ে নয়নে ॥ কেহ প্ৰণমিয়া কহে কৃতাৰ্থ করিলা । শ্ৰীমদ্ভাগবত কথারসে ডুবাইল ॥ কেহ মহা উল্লাসে রহয়ে মেীন ধরি। ঐছে যে অপূর্ব চেষ্টা বণিতে ন পারি। শ্ৰীনিবাস প্রতি এ প্রকার আচরণ । দেখে মহানন্দে ভাগ্যবস্ত লোকগণ ॥ সর্বমহন্তের মহা আনন্দ জন্মিল। শ্ৰী রঘুনন্দন গুণে বিহ্বল হইল ॥ রঘুনন্দনেরে প্রশংসয়ে বার বার। সে সব ইযশ বর্ণিবারে শক্তি কার ॥ রঘুনন্দনের চিত্তে লজ্জা অতি