পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ। ] ভক্তিরত্নাকর । ४७ বিস্মিত ॥ শ্ৰীজীব শ্রীনবদ্বীপমধ্যে প্রেবেশিল। দেখি নবদ্বীপ-শোভা বিস্ময় হইল ॥ অষ্টক্রোশ নবদ্বীপ বসতি সুন্দর। স্থানে স্থানে বাপী পুষ্পবাট সরোবর । সুরধুনী-তীর বন পুলিন দেখিয়া । কে আছে এমন যার না জুড়ায় হিয়া ॥ শ্ৰীজীব বিহ্বল হৈয়া করয়ে গমন । সেই পথে আইসে বৈষ্ণব কত জন ॥ শ্ৰীজীবে দেখিয়া সবে মনের উল্লাসে । শীঘ্র গেলা শ্ৰীপণ্ডিত শ্ৰীবাস-আবাসে ॥ নিত্যানন্দপ্রভু তথা প্রিয়গণসঙ্গে বসিয়া তাছেন মহাপ্রেমানন্দরঙ্গে ॥ শ্ৰীবাসপণ্ডিতে প্রভু হাসিয়া কহয় । শ্ৰীজীব আসিব মোর মনে হেন লয়। প্রভু-ভাগে সে বৈষ্ণব কহে ধীরে ধীরে। ফ্রজীব আইলা প্রভু-ভবন-বাহিরে ৷ শুনি নিত্যানন্দপ্রভু আনন্দিত হৈল । শ্ৰ জীবেরে শীঘ্ৰ লোকদ্বারে আনাইলা ॥ ঐ জীব অধৈর্য হইলা প্রভুর দর্শনে। নিবারিতে নারে অশ্রুধারা দু’নয়নে ॥ করয়ে যতেক দৈস্য কহনে না যায়। লোটাইয়া পড়ে প্রভু-নিত্যানন্দপায় ॥ নিত্যানন্দপ্রভু মহাবাৎসল্যে বিহ্বল । ধরিল শ্ৰীজীব-মাথে চরণযুগল ॥ শ্ৰীজীবেরে অনুগ্রহ সীমা প্রকাশিল । ভূমি হৈতে তুলি দৃঢ় আলিঙ্গন কৈলা ॥ প্ৰভু প্রেমাবেশে কহে তোমার নিমিত্তে । আইলাম শীঘ্র এথা খড়দহ হৈতে ॥ ঐছে কত কহি শ্ৰীজীবেরে স্থির কৈলা । শ্ৰীবাসাদি ভক্ত অনুগ্রহ করাইলা ॥ নিকটে রাখিয়া অতি আনন্দহিয়ায় । ক্রীজীবে পশ্চিমদেশে করয়ে বিদায় ॥ বিদায়ের কালে মহাব্যাকুল হইলা । শ্রীজীব ঐনিত্যানন্দপদে