পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নীকর । [ भवत्रफुङ्गङ्ग । ولاه ولا ভোগের শোভ কহনে না যায় । দেখি সৰ্ব্বমহন্তের উল্লাল হিয়ায় ॥ wo প্রভুর শ্ৰীক্ষারাত্রিক করিয়া দর্শন। বসিলেন গিয়া যথ৷ করিব ভোজন ॥ বসিলেন সবে কিবা অপূর্ব বন্ধানে ৷ হইল অদ্ভুতশোভা ভোজনের স্থানে ॥ কদলীর পত্র, পাত্রে স্বাসিত বারি। পরিবেশে কত জন মহাযত্ন করি ॥ এথা প্রেমভক্তিময় পূজারি যতনে। প্রভুকে শয়ন করাইলা হর্ষ মনে ॥ প্রভুর চরণে পুনঃ পুনঃ প্ৰণমিলা । করিতে,পরিবেষণ প্রস্তুত হইল ॥ গোধুমচূর্ণের পূপাদিক বহু হয়। দুগ্ধের বিকার নানা ফল মূলাদয় ॥ যত্নপূর্ব পাত্ৰে লৈয়া চলে বহু জনে । ক্রমে পরিবেশন করয়ে হর্ষ মনে ॥ সৰ্ব্বত্রেই সর্বদ্রব্য দিয়া থরে থরে । পরিবেশে শ্রীচরণামৃত মহান্তেরে। ঐীরঘুনন্দনে সর্বমহান্ত কহয় । তুমি ন বৈসহ ইথে সুখ না জন্ময় ॥ শুনি দৈন্য করি কহে শ্রীরঘুনন্দন। করুন ভোজন দেখি জুড়াক নয়ন ॥ হরিধ্বনি করি সবে ভুঞ্জেন কৌতুকে । দাড়াইয়া স্ত্রীরঘুনন্দন দেখে মুখে ॥ তথা হৈতে শ্ৰীভোগমন্দিরে শীঘ্র গিয়া । এক ভোগ লইলেন পৃথক্ করিয়া ॥ ঐঠাকুরনরহরি ছিল যে নির্জনে । তথা শ্ৰীপ্রসাদ লৈয়া গেলেন আপনে ॥ তেঁছে যে আসনে বসিতেন তাহা লৈয়া। তাথে বসাইল ধ্যানে দৈন্যে মগ্ন হৈয়া ॥ আসন সম্মুখে নানান্দ্রব্য সাঙ্গাইল । জলপাত্রে প্রসাদি বাসিত জল দিলা ॥ এক পাত্রে প্রগদি ভাঙ্গুল দিলা জার। অন্য পাত্রে দিলা গৌরাঙ্গের পুপার ।