পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! ভক্তিরত্নাকর। [ नबनङमत्र سوم این দ্বিতীয় গ্ৰন্থর রাত্রি ব্যতীত হইল। কিছুকাল বাসা গিয়া শয়ন করিল ॥ নিশান্ত সময়ে শীঘ্ৰ শয়ন তেজিয়া । করিলেন সবে দস্তুধাবনাদি ক্রিয় ॥ রজনি প্রভাতে রঘুনন্দন আপনে । আইলেন সব মহাস্তের বাসস্থানে " পরস্পর হৈল কিবা প্রেম আচরণ। দেখিতে সে সব কার না জুড়ায় মন ॥ ৫ীপতি শ্রীনিধি রঘুনন্দনে কহয় । অদ্য যাত্রা করিতে সমার মন হয়। শ্রীরঘুনন্দন কহে ঐছে ভাগ্য নাই। কিছু দিন সকলে দেখিয়ে এক ঠাই ॥ যদি মোর ভাগ্যে এথা হৈল আগমন । দুই চারি দিবস ছাড়িয়ে নহে মন ॥ বিপ্র বাণীনাথ কহে শ্রীরঘুনন্দনে । কালি প্রাতে অনুমতি দিবেন আপনে ॥ শুনি রঘুনন্দন হাসিয়া মন্দ মন্দ। কহে কালি যে হইবে ইথে কি নিৰ্ব্বন্ধ ॥ পারণেতে কৈলা কালি পুপদি ভক্ষণ । পুন আর জলবিন্দু মহিল গ্রহণ। অদ্য প্রতি বাসায় রন্ধন শীঘ্র হবে । স্নানাদি করিলে শীঘ্ৰ সুখ পাই তবে ॥ শুনি রঘুনন্দনের মধুর বচন। স্নানাদিক করিলা প্রভুর প্রিয়গণ ॥ প্রসাদি মিষ্টান্ন নানাবিধ পাত্রে করি । লইয়া আইলা গৌরচন্দ্রের পূজারি ॥ শ্রীচরণামৃত সহ সর্বত্রেই দিলা । পরমকৌতুকে সবে সে সব ভুঞ্জিল ॥ হইল সৰ্ব্বত্ৰে নানাবিধানে রন্ধন । কৃষ্ণে সমপিয়া সবে করিলা ভোজন ॥ কৃষ্ণকথা বিনে কেহ রহিতে না পারে। দিবা রাত্রি ভাসে প্রেমসমুদ্র পাথরে ॥ স্ত্রীরঘুনন্দনের আনন্দ অতিশয় । ন্ধিব রাত্রি কৈছে যায় কিছু না জানয় ॥ ঐছে সবে দুই চারি বিল রাখিল।। বিদায় হুইল ইথে ব্যাকুল হইলা ॥ করিতে