পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবসতরঙ্গ । ] ভক্তিরত্নাকর । وی • و বিদায় কত করি সমাদর । সকলের সঙ্গে দ্রব্য দিলেন বিস্তর ॥ শ্ৰীবীরভদ্রের দুটি করেতে ধরিয়া । কহিলেন কত নেত্রজলে মিত্ত হৈয় ৷ কৃষ্ণমিশ্র গোপালের মুখ নিরখিয়া । না জানি কি কহিতে উমড়ি উঠে হিয়া ॥ প্রত্যেক মহান্তগণে যে সব কহয় । তাহা বর্ণিবেন কুন কুন মহাশয় ॥ পরস্পর যে কথা তা শুনিতে দুষ্কর । যে শুনিল তার হৈল বিদীর্ণ অন্তর ॥ প্রাতঃকালে বিদায় হইয়া সৰ্ব্বজনে । চলিতে অধৈৰ্য্য অশ্রু ঝরয়ে নয়নে ॥ গৌরাঙ্গ-প্রাঙ্গণে আসি সবে প্ৰণমিলা । পূজারি প্রসাদ মালা যত্নে আনি দিলা ॥ শ্ৰীগণ্ড হুইতে সবে করিল। গমন । না ধরে ধৈর্য খণ্ডবাসী লোকগণ ॥ দারুণ বিচ্ছেদ দুঃখে কত উঠে চিতে। প্রভুগণ সঙ্গে চলে নীরে স্থির হৈতে ॥ কথোদুর যাইয়৷ শ্ৰীপতি-আদি যত । শ্রীরঘুনন্দনে স্থির কৈল কহি কত ॥ শ্ৰীনিবাসে অতি অনুগ্রহ প্রকাশিলা । শ্ৰীযদুনন্দন আদি সবে প্রবোধিলা ॥ পরস্পর হৈল যৈছে প্রেমআচরণ । দেখিতে সে সব কার না দ্রবয়ে মন ॥ হইয়া ব্যাকুল চলিলেন সৰ্ব্বজনে। ঐ রঘুনন্দন চাহি রহে পথপানে। শ্রীরঘুনন্দন শ্ৰীনিবাস দি- সহিতে । আইলা নিজালয়ে গুণ কহিতে কহিতে । সে দিবস শ্ৰীখণ্ডে লইয়া সৰ্ব্বজনে ৷ হইলেন মহাময় শ্ৰীকথ৷ কীৰ্ত্তনে ॥ তার পর দিন অতি ব্যাকুল হিয়ায় । যে যথা যাবেন তারে দিলেন বিদায় ॥ যাজিগ্রামে শ্ৰীনিবাস করিলা গমন । কণ্টক নগরে গেলা শ্ৰীযদুনন্দন ॥ আর যে যে বৈষ্ণব অইলা যথ হৈতে । সে সকলে গেলা নিজ নিজ আল [૧૧]