পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ । سس---- ه : : o : ---- ساس জয় নবদ্বীপ নাথ শ্ৰীগৌরসুন্দর। জয় নিত্যানন্দ একচক্রার ঈশ্বর ॥ জয় শ্ৰীঅদ্বৈত শান্তিপুরের ভূষণ ॥ জয় জয় প্রভুর যতেক ভক্তগণ ॥ জয় জয় শ্রোতাগণ গুণের আলয় । এবে যে কহিয়ে শুন হইয়া সদয় ॥ শ্ৰীনিবাস আচাৰ্য্য ঠাকুর খণ্ডে হৈতে। যাজিগ্রামে আইলা নিজ-গণের সহিত। পরম স্বকৃতি বস্ত জনে করি যত্ন । করয়ে প্রদান গোস্বামির গ্ৰন্থরত্ব ॥ সৰ্ব্বশ্রেষ্ঠ ভক্তি কহে গর্জিয় গজ্জিয় । শুনি ভক্তিবিরোধী পলায় নম্র হইয়া ॥ পরম আনন্দে আচার্য্যের শিষ্যগণ। নিরস্তর ভক্তিগ্রন্থ করে অধ্যয়ন ॥ সবে সর্বশাস্ত্রে বিচক্ষণ গুণালয়। দেখি আচার্য্যের মনে হৰ্ষ অতিশর ॥ শ্ৰীগোকুলানন্দ ঐদাসাদি-প্রিয়গণে । দীক্ষামন্ত্র দেন শীঘ্র এই হৈল মনে ॥ সভা-মধ্যে শ্ৰীগোকুলানন্দে সম্বোধিয়া । কহে সুমধুর বাক্য ব্যাকুল হইয়া ॥ ঐসরকার ঠাকুর শ্ৰীদাস গদাধর । এ দুহোবিরহে দগ্ধ হইল অন্তর ॥ রহিতে নারিনু শীঘ্ৰ বৃন্দাবন গেলু। তথাও দারুণ দুঃখসমুদ্রে ডুবিলু। গত মাঘ মাসে কৃষ্ণt.