Q8 ভক্তিরত্নীকর । [ প্রথম তরঙ্গ প্ৰণমিলা ৷ শ্ৰীজীব মস্তকে প্রভু অপিয়া চরণ। করিয়া কতেক স্নেহ কৈল আলিঙ্গন। প্রভু কহে শীঘ্ৰ ব্ৰজে করহ প্রয়াণ। তোমার বংশে প্রভু দিয়াছেন সেই স্থান। শ্ৰীজীব করিলা যাত্রা প্রভু-আজ্ঞা পাঞা । সৰ্বভক্তগণের ঐ চরণ বন্দিঞ ॥ শ্ৰীবাস-পণ্ডিত আদি ভাগবতগণ শ্ৰীজীবে যে স্নেহ কৈল না হয় বর্ণন ॥ নবদ্বীপ হইতে পরমানন্দ মনে । শ্ৰীজীবগোস্বামী কাশী গেলা কত দিনে ॥ তাহ রহে শ্ৰীমধুসূদন-বাচস্পতি । সর্বশাস্ত্রে অধ্যাপক যেন বৃহস্পতি । র্তেহ শ্ৰীজীবেরে দেখি অতিস্নেহ কৈলা । কত দিন রাখি বেদান্তাদি পড়াইলা ॥ ঔীজীবের বিদ্যাবল দেখি বাচস্পতি । যে আনন্দ হৈল তাহ কহি কি শকতি ॥ কাশীতে ঐ জীবেরে প্রশংসে সৰ্ব্বঠাই । স্যায় বেদান্তাদি শাস্ত্রে ঐছে কেহ নাই ॥ কাশী হৈতে শ্রীজীব গেলেন বৃন্দাবন । তথা অনুগ্রহ কৈলা রূপ সনাতন ॥ সনাতন রূপ ঐীবল্লভ তিন ভাই । এ তিনের চরিত্র বণিতে অন্ত নাই ॥ রঘুনাথদাস শ্রীপুরুষোত্তম হৈতে। বৃন্দাবন গেলা যৈছে না পারি কহিতে ॥ সনাতন রূপ রঘুনাথ এই তিনে । রঘুনাথ চেষ্টাদিক বিদিত ভুবনে ॥ তথাহি লঘুতোষণ্যtং ॥ আদিঃ শ্ৰীল-সনাতনস্তদনুজঃ শ্রীরূপনামা ততঃ শ্ৰীমদ্বল্লভনামধেয়ুবলিতো নিবেদ্য যে রাজ্যতঃ । অসিদ্যতিকৃপাং ততো ভগবতঃ শ্ৰীকৃষ্ণচৈতন্যতঃ সাম্রাজ্যং খলু ভেজিরে মুরহরপ্রেমাখ্যভক্তিপ্রিয়ে ॥ ১০ ॥
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।