পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ ৷ ] ভক্তিরত্ন কর । Wし〉の কছে করি সঙ্গোপন ৷ কি কার্য্যে এ আয়োজন বুঝিতে না পারি। ইহা শুনি কেহ তারে কহে ধরি ধরি ॥ শ্ৰীমহাপ্রভুর শাখা হরিদাসাচার্য্য । সৰ্ব্বত্র বিদিত সৰ্ব্বমতে মহ। অর্ষ্য ॥ মহাপ্ৰভু নীলাচলে হইল। আদর্শন । তার অদর্শনে শূন্য হৈল ত্ৰিভুবন ॥ প্রভুর বিচ্ছেদে দ্বিজ হরিদাসাচাৰ্য্য। মৃত্যুপ্রায় হইলেন না রহিল ধৈর্য্য ৷ দেহত্যাগ করিবেন এ নিশ্চয় কৈলা। না জানি কি প্রভুর আদেশে স্থির হৈলা ॥ জ্যেষ্ঠ শ্ৰীগোকুলানন্দ কনিষ্ঠ শ্ৰীদাসে। কহি সুমধুর বাক্য বসাইল৷ পাশে ॥ শ্ৰীনিবাসাচার্য্যের চরিত্র শুনাইলা । তার স্থানে দীক্ষা মন্ত্র নিতে অজ্ঞা দিল ॥ বৃন্দাবনে যাত্র কৈলা রক্তনি প্রভাতে । একাকী চলিলা কেহ নাহি তার সাথে ॥ বৃন্দাবনে গিয়া অতিনির্জনে রহিল । শ্ৰীনিবাসাচার্য্য তথা যাইয়া মিলিলা ॥ শ্ৰীদাস গোকুলানন্দে শিষ্য করিবারে । তেঁহ পুনঃ পুনঃ আজ্ঞা কৈল আচার্য্যেরে। বৃন্দাবন হৈতে শ্ৰীনিবাসাচার্য্য আইলা । পুনঃ গোঁড় হৈতে তেঁহ বৃন্দাবন গেলা ॥ গত মাঘ মাসে শ্ৰী আচাৰ্য্য হরিদাস হৈলা সঙ্গোপন পথে শুনে ঐনিবাস ॥ শ্ৰীনিবাসচার্য অতিৰ্যাকুল হুইলা । স্বপ্নচ্ছলে দ্বিজ হরিদাস প্রবোধিলা ॥ বৃন্দাবন গিয়া পুনঃ আইলা শ্ৰীনিবাস। শুনি আগমন সবে গেলা তার পাশ ॥ শ্ৰীদাস গোকুলানন্দে তেঁহ অতি স্নেহে । জিজ্ঞাসি কুশল সব কহিলেন দেহে ॥ দেহে পাঠ।ইয়। শীঘ্ৰ কাঞ্চনগড়িরা । তেঁহ আইসেন সঙ্গে অনেকে লইয়া ॥ এই মাঘ কৃষ্ণ একাদশী শুভদিনে । দীক্ষা