পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○>3 ভক্তিরত্ন কর । [ দশমতরঙ্গ । দিব হরিদাসাচার্যের নন্দনে ॥ অচির্য্যের তিরোভাব তিথি এই হন । হবে মহা উৎসব এ মহৎ আয়োজন ॥ © মহাভাগবতগণ এথায় আসিব । সঙ্কীৰ্ত্তন সুখের সমুদ্র উথলিব । আইনু কুটুম্ব বাড়ি কাৰ্য্যামুরোধেতে। তেঞি এ সকল কথা পাইনু শুনিতে ॥ যত দিন এ আনন্দ হইব এথায় । তত দিন এথাই রহিব সৰ্ব্বথায় ॥ ঐছে কত কহি দোহে চলে কাৰ্য্যান্তরে। হেনকালে হরি ধ্বনি ব্যাপিল নগরে ৷ চতুর্দিকে ধায় লোক অধৈৰ্য্য হিয়ায় । তাহ দেখি কেহ জিজ্ঞাসয়ে তা সবায় ॥ কি কাৰ্য্যে যাইছ কোথা ঐছে ত্রস্ত হৈয়া । ইহা শুনি কহে কেহ মহামোদ পা’য়া ॥ আচাৰ্য্য ঠাকুর আইলা যাজিগ্রাম হৈতে। লোকমুখে শুনি যাই তার দর্শনেতে ॥ ইহা শুনি চলয়ে পুলক(বৃতদেহে । দেখে মহাভীড় স্ত্রীগোকুলানন্দ গেহে । শ্ৰী আচাৰ্য্যঠাকুরের করিয়া দর্শন। আপনা মানয়ে ধন্য ঐছে সৰ্ব্বজন ॥ শ্ৰীদাস গোকুলানন্দে সবে প্রশংসয় । দোহার চরিত্র যৈছে কহন না হয় ৷ শ্ৰীদাল গোকুলানন্দ অtগুসরি গিয়া । আনন্দে বিহাল গৃহে আচার্য্যে অনিয়া ॥ রামচন্দ্র কবিরাজ আদি সৰ্ব্বজনে। যৈছে সমাদরে তা বণিতে কেবা জানে ॥ যথা যথা করিয়াছিলেন নিমন্ত্রণ । তথ। তথা হৈতে তাইলা ভাগবতগণ ॥ যথা যথা হইতে যে যে বৈষ্ণবাগমন । তাহ না বর্ণিনু তা বর্ণিব কুন জন ॥ বৈষ্ণবসমূহ দেখি গোকুল শ্ৰীদাস। ন ধরে ধৈর্য চিত্তে অস্তুত উল্লাস ॥ করয়ে সম্মান যৈছে কহনে না যায়। দেখিতে