পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ ৷ ] ভক্তিরত্নীকর । や〉な লে চেষ্ট সবে মহানন্দ পায় ॥ কাঞ্চনগড়িয়া গ্রামবাসী শিষ্টগণ। সবে সর্বপ্রকারে নিযুক্ত সৰ্ব্বক্ষণ ॥ অন্য অন্য গ্রামী লোক নানা দ্রব্য লৈয়া । চতুর্দিকে আইসে মহা উল্লসিত হইয়া ॥ শ্ৰীমহান্তগণের করিয়া সন্দর্শন। কেহ কারু প্রতি কহে মধুর বচন ॥ জনমিয়া ঐছে শোভা না দেখিলু কভু । শুনিতু, দেখিলু এবে এ আচাৰ্য্যপ্ৰভু । আহা মরি কি অপূৰ্ব্ব বৈষ্ণব সুষমা ক্ষু বুঝি নাই জগতে এ সভার উপমা ॥ মনে এই দুঃখ, কালি রহি এ সকলে । কাৰ্য্য সমাধিয়। যাইবেন প্রাতঃকালে ॥ পরশ্ব দিবস না রহিব কোন জন । ইহা শুনি কেহ কহে সহস্যবদন ॥ কালি মাঘকৃষ্ণা একাদশী তিথি হয় । এ হেতু এ অনুভব কৈলা মনে লয় ॥ ঐএকাশীতে অবৈষ্ণব যাহা করে। তাহা এ বৈষ্ণবগণ করিতে না পারে ॥ ঐএকাদশীর তত্ত্ব বৈষ্ণব সে জানে। দ্বাদশীতে কাৰ্য্য সমাধিব সাবধানে ॥ শ্রী একাদশীর রীত কত জানাইব । অদ্য একবার সবে অন্নাদি ভুঞ্জিব ॥ ঐএকাদশীতে এই বৈষ্ণবসকল । কেহ না গ্রহণ করিবেন অন্ন জল ॥ দ্বাদশীদিবসে ভুঞ্জিবেন একবার। শ্ৰীএকাদশীর ঐছে নিয়ম প্রচার ; তোমার মনের কথা কহিয়ে বিরলে। অন্য ক্রিয়া নাই এই বৈষ্ণবমণ্ডলে । দ্বাদশী দিবসে করি পরম যতন । বিবিধ সামগ্ৰী কুষ্ণে করিব অর্পণ ॥ কৃষ্ণের প্রসাদি দ্রব্য দিব্যপাত্রে ভরি । হরিদাস: ন সুসমা—পরমশোভা ৷