পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○○ ভক্তিরত্নীকর । [ झ४मङज्ञत्र ! চার্য্যে সমৰ্পিব যত্ন করি। ঐছে বৈষ্ণবের বহুক্ৰিয়া মু শুনিলু। তুমি না জানহ তেঞি কিছু জানাইলু ॥ এ কথা শুনিয়া কহে এই হয় হয়। ভক্তিহীন ব্যক্তি কি বুঝিব এ আশয় ॥ ঐছে কহি চিত্ত আৰ্দ্ৰ হইল তাহার। তাহা নিরখিয়া তেঁহ করে অীর বীর ॥ তুমি মনে কৈলা সবে পরশ্ব যাইব । পরশ্ব দিবস মহা উৎসব হইব ॥ অদ্য বিনা রহিবেন সবে দিন চারি। পরম আনন্দে নিরখহ নেত্র ভরি ॥ দেবের দুল্লভ সঙ্কীর্তন-সুখরাশি। করহ শ্রবণ মহানন্দে দিবানিশি ॥ ঐছে কত নিভৃতে কহিয়া পরস্পরে। ভাসয়ে সকলে ভক্তিরসের সায়রে । আপন মানিয়া ধন্য উল্লাস হিয়ায় । লোটাইয়া পড়েন ঐবৈষ্ণবের পায় ॥ শ্ৰীগোকুলানন্দ শ্ৰীদাসের প্রশংসয়ে । দোহার যে ক্রিয়া তাহা কহিল না হয়ে ॥ দশমী দিবস দোহে নিজগণসনে। করিলেন প্রেমস্থধাবৃষ্টি সঙ্কীর্তনে ॥ একাদশীদিনে কি অদ্ভুত দুহু রীত। করিৰেন মন্ত্রদীক্ষা ইথে উল্লসিত । শ্ৰীনিবাস আচাৰ্য্য ঐএকাদশীদিনে । রাধাকৃষ্ণমন্ত্র দীক্ষা দিলা দুইজনে ৷ অপূৰ্ব্ব বিধানে শিষ্য করি হর্ষ হৈল । রাধাকৃষ্ণ চৈতন্যচরণে সমপিল ॥ দেহে পড়ে ঐনিবাসাচার্য্য পদতলে । প্রেমায় বিহ্বল সিক্ত আনন্দাশ্ৰুজলে ॥ আচাৰ্য্যঠাকুর দোহে দিতে আলিঙ্গন। চতুর্দিকে হরিধ্বনি করে সর্বজন ॥ সকল বৈষ্ণব দুই-ভ্রাতার চরিতে। পাইলেন যে আনন্দ তাহ কি কহিতে ॥ ঐএকদশীতে যৈছে ঐকথাকীৰ্ত্তম । তাহ কৰ্ণিবেন ভাগ্যবন্ত কবিগণ ॥ শ্রীদাস গোকুল