পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ । ] छक्लिङ्गङ्गकङ्ग । \>> A নদাচাৰ্য্য দ্বাদশীতে। নানা ভক্ষ্য সামগ্রী করেন যত্ন মতে ॥ হইল প্রস্তুত শ্ৰী মাচার্যে জানাইলা । আচাৰ্য্য ঠাকুর কৃষ্ণে ভোগ সমপিল । জানিয়া ঐ প্রভুর ভোজন অবসর। ভোগ সরাইতে প্রেমে পূর্ণ কলেবর। আমূল অর্পণ কৈলা আচমন দিয়া। দেখি নৈবেদ্যের শোভা জুড়াইল হিয়া ॥ অন্য পাত্রে প্রসাদাম অনেক যতনে । হরিদাস চার্য্যে সমপিলেন নির্জনে ॥ ভোগ সমপিতে যে হইল চমৎকার । সে প্রেম আবেশ কিছু নারি বর্ণিবীর ॥ ভক্ষণাবসর জানি আচমন দিলা । প্রসাদি তাম্বল আদি যত্নে সমৰ্পিলা । সে সময়ে বৈষ্ণবের যে আনন্দ মনে । যে অদ্ভুত ক্রিয়া তা বর্ণিব কুন জনে ॥ শ্ৰীদাস শ্ৰীআচার্য্য ঠাকুরে নিবেদয়। স্থান সংস্কার হৈল কৈছে আজ্ঞা হয় ॥ শুনি শ্ৰী আচার্য্য যত্নে বৈষ্ণব সকলে । বসাইলা অপূর্ব বন্ধানে রম্য-স্থলে ॥ ক্রমে পরিবেষ্ট পরিবেশন করয় । অন্নাদি সৌগন্ধ সৰ্ব্ব-চিত্ত আকর্ষয় ॥ হরি হরি ধ্বনি করি বৈষ্ণব সকল ! ভুঞ্জেন প্রসাদ মহা আনন্দে বিহ্বল ॥ ভোজনাবসরে সবে কৈলা আচমন । দেখিতে সে রীত কার না জুড়ায় মন ॥ স্থানে স্থানে লোকের সংঘট অতিশয় । বিবিধ প্রকার মহাপ্রসাদ ভুঞ্জয় । ভুঞ্জিল যতেক লোক লেখা নাই তার। কাঞ্চনগড়িয়া গ্রামে আনন্দ অপার । শ্ৰীনিবাস আচাৰ্য্য ঠাকুর হর্ষ হৈয়া । ভুঞ্জিল প্রসাদ সর্বলোকে ভুঞ্জাইয়া ॥ শ্ৰীগোকুলানন্দ শ্ৰীদাসাদি হর্ষাবেশে । ভুঞ্জিলেন প্রভু-পাত্রে অবশেষ শেষে ॥ ভোজনাদি ক্রিয়া সাঙ্গ হইলে সকলে । আইলেন [ ૧ ]