পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や>b" ভক্তিরত্নীকর । [ দশমতরঙ্গ । মহাসুখে সঙ্কীর্তন স্থলে ॥ ভক্তিমূৰ্ত্তিময় সবে সুখের আলয়। দেখিতে সে শোভা সৰ্ব্বলোকের বিস্ময়। চতুর্দিদে হরিধ্বনি করয়ে সকলে । সঙ্কীৰ্ত্তনারম্ভে প্রেমসমুদ্র উথলে ॥ নৃত্য গীত বাদ্যের তুলনা নাই দিতে। সঙ্কীর্তনে যে স্থখ তা কে পারে বর্ণিতে ॥ ঐছে সঙ্কীৰ্ত্তনানন্দে হইয়া বিহ্বল । না জানে রঞ্জনি দিন বৈষ্ণব সকল ॥ প্রেমময় শ্ৰীনিবাস আচাৰ্য্য ঠাকুরে। তিলেক ছাড়িতে প্রাণ না জানি কি করে । দিন চারি পাঁচ মহা আনন্দে রহিলা। হইতে বিদায় অতি অধৈৰ্য্য হইলা । শ্ৰীদাস গোকুলানন্দে প্রবেধি যতনে। কাঞ্চনগড়িয়া হৈতে চলয়ে বিহীনে। কহিয়ে দোহার চারু চেষ্টা পরস্পরে। গেলেন বৈষ্ণবগণ নিজ নিজ ঘরে ॥ বৈষ্ণববিচ্ছেদে যৈছে হৈলা দুই ভাই । সে সব কহিতে হিয়া বিদরে সদাই ॥ ঐনিবাসাচার্য্য যত্নে দোহে স্থির কৈলা। গণসহ দুই চারি দিবস রছিলা ॥শ্ৰীগোকুলানন্দ শ্ৰীদাসের গুরুভক্তি। একমুখে তাহা কি কহিতে মোর শক্তি ॥ কাঞ্চনগড়িয়াদি গ্রামে যে যে হৈল । তাহা বিস্তারিয়া এথা বণিতে নরিল ॥ কাঞ্চনগড়িয়ায় যতেক ভাগ্যবান। সবে তৃপ্ত কৈল নেত্র কর্ণ মন প্রাণ ৷ মহামহোৎসব-কথা সৰ্ব্বত্র ব্যাপিল । গণসহ আচাৰ্য্যাতি আনন্দ হৈল ॥ যদ্যপি আচাৰ্য্য বর্ষ্য ধৈর্য্যাবলম্বনে । তথাপি অধৈর্য্য প্রিয় নরোত্তম বিনে ॥ সঙ্গে লৈয়। পরম প্রবীণ শিষ্যগণ। ঐখেতারগ্রামে শীঘ্র করয়ে গমন ॥ শিষ্যগণ নাম কিছু কহিয়ে এথায় । যে নাম শ্রবণে সৰ্ব্ব দুঃখ দুরে যায় ॥ রাগ