পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ । ] ভক্তিরত্নাকর । や》。 চন্দ্র কবিরাজ গুণের বিধান। শ্ৰীদাস গোকুলানন্দাচাৰ্য্য দয়া বা শ্ৰীকৃষ্ণবল্লব দেউলিগ্রামনিবাসী । চক্রবর্তী ব্যাসাচার্য্য খ্যাতি ভক্তিরাশি ॥ ভক্তিমূৰ্ত্তি শ্ৰীবল্লবীকান্ত কবিরাজ । র্যারে দেখি কাপে মহাপাষণ্ড সমাজ ॥ ঐসৃসিংহ কবিরাজ মহা কবি ঘেঁহে। র্যার ভ্রাতা নারায়ণ কবিশ্রেষ্ঠ তেঁহো । কর্ণপুর কবিরাজ পরম মৃধীর। শুনি তার কাব্য কেহো হৈতে নারে স্থির ॥ ভগবান কবিরাজ গুণের আলিয়। র্যর ভ্রাতা রূপ নিযু বীর ভৌমালয়। পঞ্চকুটে সেরগড়বাসী শ্ৰীগোকুল। পূৰ্ব্ববাস কঢ়ই কবীন্দ্র ভক্ত্যাতুল ৷ দ্বিজশ্রেষ্ঠ রামকৃষ্ণ কুমুদ এ দ্বয় । এ দুই ভ্রাতার গুণ কহিল না হয় । চক্রবর্তী শ্যামদাস শ্ৰীরামচরণ। ব্যবহারে আচাৰ্য্য শ্যালক দুই জন ॥ শ্রীরূপ ঘটক যঞ্জি গ্রামে যার বাস । কাঞ্চনগড়িয়া-বাসী শ্ৰীগোপালদাস ॥ এ সকল শিষ্য-সঙ্গে আচার্য্য ঠাকুর । কাঞ্চনগড়িয়া হৈতে আইলা কথোদূর ॥ রামচন্দ্র প্রতি কহে ঈষৎ হাসিয়া। যাইব খেতরিগ্রামে বুধরি হইয়া । তেলিয়। বুধরিগ্রামে কনিষ্ঠ তোমার । তারে জানাইবে কে, গমন সমাচার ॥ রামচন্দ্র কহে জানাইতে হবে নাই। প্রভুর গমন ধ্বনি হৈল সৰ্ব্ব ঠাই ॥ হেনকালে বুধরি হইতে একজন। অতি শীঘ্ৰ আগি কৈল আচার্য্যে দর্শন। ভূমিতে পড়িয়া প্ৰণময়ে বারবার। জিজ্ঞাসিতে কুশল কহয়ে সমাচার। সকল মঙ্গল প্ৰভু । তোমার দর্শনে । শ্ৰীগোবিন্দ আদি চাহিয়াছে পথ-পানে ॥