পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७९० ভক্তিরত্নাকর। [ দশমতরঙ্গ । প্রভু বৃন্দাবনে:গেলে গেল রামচন্দ্র । তেলিয়া বুধয়িগ্রামে আইলা গোবিন্দ ॥ তেঁহো আত্ম সমৰ্পিল প্রভুর চরণে। সদ চিন্তে দর্শন পাইব কত দিনে ॥ প্রভু বৃন্দাবন হৈতে গমন করিলা । রামচন্দ্রে লইয়া বনবিষ্ণুপুরে আইলা ॥ যাজিগ্রামে আসি বিনাশিলা সৰ্ব্ব দুঃখ । কণ্টকনগর খণ্ডে হৈলা মহাসুখ ॥ কাঞ্চনগড়িয়াগ্রামে আসি গণসনে । মহামহোৎসবে মগ্ন কৈলা সৰ্ব্বজনে। কাঞ্চনগড়িয়া হৈতে গমন হইল। প্রভুর এসব কথা সৰ্ব্বত্র ব্যাপিল ॥ হইনু কৃতাৰ্থ করি প্রভুর দর্শন। ধন্য এই দেশ যাতে হৈল আগমন ॥ ঐছে কত কহি প্ৰণমিয়া শ্ৰীচরণে ! প্ৰণমিল রামচন্দ্রাদিক সৰ্ব্বজনে ॥ বিদায় হইয়। শীঘ্র বুধরি আইলা । শ্ৰীআচার্য্য প্রভুর গমন জানাইলা ॥ শুনি শ্ৰীনিবাস আচার্য্যের আগমন। চতুর্দিকে ধায় লোক করিতে দর্শন ৷ শ্ৰীগোবিন্দ আদি মহ। আনন্দ অন্তরে । করয়ে মঙ্গলকাৰ্য্য বিবিধ প্রকারে ৷ শীঘ্ৰ বাস|-স্থানের সংস্কার করাইল। অtগুসরি গিয়া সবে অচির্য্যে আনিলা ॥ যৈছে ঐ অচির্য্যে লৈয়া আইলা বাসায় । যৈছে সবে মগ্ন হৈল। আচাৰ্য্য শোভায় । যৈছে অচির্য্যের শিষ্যগণে সমাদরে । যৈছে মুখ তেলিয়া বুখরি ঘরে ঘরে ॥ যৈছে নানা প্রকার সামগ্ৰী আয়োজন । যৈছে মনুষ্যের যাতায়াত সৰ্ব্বক্ষণ ॥ যৈছে সৰ্ব্ব জনের জম্মিল প্রেমভক্তি। সে সকল বিস্তারি বণিতে নাই শক্তি ॥ তিলে তিলে গোবিদের আনন্দাতিশয়। জ্যেষ্ঠ