পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ ৷ ] ভক্তিরত্ন কর । ৬২১ রামচন্দ্র প্রতি কিছু নিবেদয় ॥ মে। অজ্ঞের পরিত্রাণ করহ আপনে । সমপৰ্থ শ্ৰীঅlচাৰ্য্যপ্রভুর চরণে ॥ ঐছে কত কহি পিক্ত হৈয়া নেত্রজলে । প্রণময়ে শ্ৰীজ্যেষ্ঠ ভ্রাতার পদতলে । দেখি গোবিন্দের অতি ব্যাকুল অন্তর। স্নেহাবেশে মগ্ন রামচন্দ্র বিজ্ঞবর ॥ গোবিন্দে প্রবোধি শ্ৰীআচার্য্য আগে গিয়া । কহিল গোবিন্দ-মনোবৃত্তি বিবরিয়া ॥ শুনি শ্ৰী আচাৰ্য্য অতি মনের অনন্দে । রাধাকৃষ্ণ মস্ত্র দীক্ষা দিলেন গোলিন্দে ॥ যে অপূৰ্ব্ববিথানে গোবিন্দে শিষ্য কৈল । শিষ্যকালে সকলের যে আনন্দ হৈল ॥ গোবিন্দের যে প্রেম আবেশ শিষ্য হৈয়া । বর্ণিব সে সব ভাগ্যবন্ত বিস্তারিয়া ॥ রামচন্দ্র গোবিন্দ উল্লাস ক্ষণে ক্ষণে । গণ সহ শ্ৰীআচাৰ্য্যপ্রভুর সেবনে ॥ রামচন্দ্র গোবিন্দ এ ভ্রাতৃদ্বয় প্রতি। আচার্য্যের যৈছে কৃপা কহি কি শকতি ॥ আচার্ষ্যের মনে এই রামচন্দ্র সনে । শ্ৰীনরোত্তমের দেখা হবে কতক্ষণে ॥ এতেক চিন্তিয়া পুন রামচন্দ্রে কয় । মরোত্তম এথা আসিবেন মনে লয় ॥ বহু দিন হৈল তার সংবাদ না পাইনু। মোর এ সংবাদ পত্রী পূর্লে পাঠাইতু ॥ এথা যে আইনু তেঁহ জানিব কেমনে । কুন এক লোক শীঘ্ৰ যায় তার স্থানে ॥ এত কহিতেই এক বিপ্র তথা হৈতে। অাদি উপনীত হৈলা আচাৰ্য্যসাক্ষাতে ॥ কি অপূৰ্ব্ব চেষ্ট। তার কত উঠে মনে। মহ হৰ্ষ হৈয়া চায় আচার্য্যের পানে ॥ শিষ্যবর্গে বেষ্টিত আচাৰ্য্য শোভা দেখি। ভূমে প্রণময়ে প্ৰেমজলে পূর্ণ