পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২২ ভক্তিরত্ব কর । [ দশমতরঙ্গ । আঁখি ॥ শ্ৰী আচাৰ্য্য বিপ্রে দেখি সন্তোষতিশয় । সুমধুর বাক্যে কহে দেহ পরিচয় ॥ বিপ্র কহে খেতরিগ্রামেতে মোর বাস। মুঞি বিপ্রাধম মোর নাম দুর্গাদাস ॥ ঐঠাকুর নরোভম দেখি মো পতিতে। তুলিলেন বিষয়বিষ্ঠার গর্ত হৈতে ॥ প্রভুর গমন এথ হৈল শুনি তাহা । কহিতে না জানি মনে উপজিল যাহা ॥ কাহাকে না কহি, প্রাতে করিনু গমন । হইনু কৃতাৰ্থ দেখি প্রভুর চরণ ॥ বিপ্রের বচন শুনি আচাৰ্য্য সন্তোষে। শ্রীনরোত্তমের শুভ সংবাদ জিজ্ঞাসে ॥ বিপ্র কহে নীলাচল হইতে আসিয়া । খণ্ডিলা পাষণ্ডমত ভক্তি প্রকাশিয়া ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দাদ্বৈত গুণে। করিলেন মহামত্ত অধম দুর্জনে ॥ শ্ৰীকৃষ্ণবিগ্ৰহ পঞ্চ কৈল প্রিয়া সহ । প্রাপ্ত হৈল প্রিয়া সহ শ্ৰীগৌরবিগ্রহ ॥ প্রাপ্তকথা গোপঞ্জিতে নহিল গোপন । যৈছে প্রাপ্ত তাহা কিছু করি নিবেদন ॥ গোপালপুরের সন্নিধানে ক্ষুদ্রগ্রাম। তথা বৈসেভাগ্যবন্ত বিপ্ৰদাস নাম ॥ ধান্য সর্ষপাদি গোলা তার গৃহন্তরে । তথা সপভয়ে কেহ যাইতে না পারে । সপাধিকারের কেহ না বুঝে কারণ । মন্ত্রৌষধি কৈলে সৰ্প গর্জে অনুক্ষণ ॥ না জানি শ্ৰীঠাকুরের কিবা হৈল মনে। রজনিপ্রভাতে শীঘ্ৰ গেলা সেই খানে ॥ বিপ্রদাস আসি কৈল চরণ বন্দন ॥ অতিদীন হৈয়৷ কছে কি কাৰ্য্যাগমন ॥ বিপ্রদাস প্রতি কহে এ ধান্যগেলায় । আছে প্রয়োজন তেঞি আইনু এখায়। বিপ্রদাস কাতর হইয়