পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ ৷ ] ভক্তিরত্নীকর । ৬২৩ নিবেদয়। না যাবেন গোলাপার্শ্বে তথা সৰ্পভয় ॥ শুনি মহাশয় কহে ঈষৎ হাসিয়া । চিন্তা না করিহ সৰ্প যাবে পলাইয়া ॥ এত কহি বৃহৎ গোলাদ্বার উদঘাটিতে। সৰ্প অন্তৰ্দ্ধান সবে দেখিল সাক্ষাতে ॥ গোলা হৈতে প্রিয়াসহ ঐীগেীরস্থদের । ক্রোড়ে আইলা হৈল সর্বনয়ন গোচর ॥ প্রিয়াসহ ক্রোড়ে লইয়৷ শ্ৰীগৌরন্থন্দরে । শ্ৰীঠাকুর মহাশয় আইলা বাসাঘরে ॥ সে সময়ে সঙ্কীৰ্ত্তনারম্ভ যে প্রকার। যে প্রেম প্রকাশ তা কহিতে নাই পার ॥ শ্ৰীমহাশয়ের শিষ্য শ্ৰীসন্তোষ দত্ত। সর্ব কাৰ্য্য সাধে তেঁহ পরম মহত্ত্ব ॥ করিল নিৰ্ম্মণ শ্রীমন্দির সিংহাসন । মহামহোৎসবের করিলা আয়োজন ॥ শ্ৰীমহাশয়ের মনোবৃত্তি কেব৷ জানে। সদা চাহি রহে প্ৰভু তুয়া পণ পানে ॥ প্রভু আগমন এথা এ কথা শুনিল । না জানিয়ে কত সুখসমুদ্রে ডুবিল ॥ অদ্য পদ্মাবতী পার হইয়া রহিব | রজনিপ্রভাতে কালি এথায় আসিব ॥ শুনি শ্ৰী আচার্য্য নরোত্তমের চরিত। নিজগণসহ হৈলা মহা উল্লসিত ॥ দুর্গাদাস বিপ্ৰে অতি অনুগ্রহ কৈল । নরোত্তম প্রভাব সবারে জানাইল ॥ সবে ময় হৈলা নরোত্তমের গুণেতে হৈল এই ধ্বনি কালি আলিব এথাতে ॥ গ্রামবালি লোকের আনন্দ অতিশয় । পরস্পর সকলে সৌভাগ্য প্রশংসয় ॥ কতক্ষণে নিশি পোহাইব এই গনে । যাইব দর্শনে রামচন্দ্রের ভবনে ॥ রামচন্দ্রভবন ছাড়িতে কেউ নারে । মহাকন্টে রজনি বঞ্চয়ে নিজঘরে । রামচন্দ্রভবন