দশমক্তরঙ্গ । ] | ভক্তিরঞ্জাকর । ♥፭ድ ইচ্ছাশে ॥ তুমি মোর প্রিয় মোর প্রিয় নরোত্তম । দেহে দোহা দেখি পূর্ব হইব স্মরণ ॥ দোহে মোর প্রেমভক্তি প্রদান করিব । জীবের দারুণ তাপত্রয় নিবারিব ॥ ঐছে কত কহি অতি অনুগ্রহ করি ৷ হইলেন অন্তৰ্দ্ধান প্রভু গৌরহরি ॥ প্রভু অদর্শনে রামচন্দ্র স্থির নহে। নদীর প্রবাহপ্রায় নেত্রে ধারা বহে ॥ দেখিয়া ব্যাকুল প্রভু পুনঃ প্ৰবোধিলা ॥ স্বপ্নচ্ছলে শ্ৰীনিবাসাচার্য্যে জানাইলা ॥ প্রভুর অদ্ভূত লীলা কে পারে বুঝিতে। ভক্তপ্রেমাধীন প্রভু বিদিত জগতে ॥ রামচন্দ্র প্রভুগুণে মগ্ন অতিশয় । নিদ্রাভঙ্গে দেখে হৈল প্রভাত সময় ॥ প্রাতঃক্রিয়াদিক করি চিন্তে মনে মনে । মহাশয় সহ দেখা হবে কতক্ষণে ॥ হেনকালে অতিশীঘ্ৰ আসি একজন । ঐআচার্য্যে প্ৰণমিয়া করে নিবেদন ॥ পদ্মাবতীপার গ্রাম খেতরি । হইতে। ঐঠাকুর মহাশয় আইসেন এখাতে ॥ কি অপূর্ব গতি সূৰ্য্যময় তেজ তার। সঙ্গে যে আইসে কিবা শোভা সে সবার। এই অল্পদুরে মুই আইনু দেখিয়া । তারে দেখি না জানি কি করে মোর হিয়া । আচার্য শুনিয়া নরোত্তমের গমন। গণসহ অtগুসরি চলে সেইক্ষণ ॥ নরোত্তমে দেখে বাড়ির বাহির হইয়া । দেখিতেই কত সুখে উমড়য়ে হিয়া ॥ নরোত্তম আচাৰ্য্য ঠাকুরে প্রণমিতে। আচাৰ্য্য লইয়া ক্রোড়ে না পারে ছাড়িতে । কি অদ্ভুত প্রেমানন্দ বাঢ়য়ে দোহার। দেখি সকলের হৈল মহা চমৎকার ॥ ঐআচাৰ্য্যঠাকুর, ঠাকুর নরো[੧ੋ ]
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।