পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ ৷ ] ভক্তিরত্নাকর। ७९१ গৌররায় । এত কহি জ্ঞাসে দুই নেত্রের ধারায়। ভক্তের উদ্বেগ প্রভু না পারে সহিতে। স্বপ্নচ্ছলে দেখা দিলা নিদ্র আকৰ্ষিতে ॥ শ্ৰীনিবাস আগে কি মধুর ভঙ্গি করি । भन्न भ्रमतः। হাসিয়া কহয়ে ধীরে ধীরি। ওহে শ্ৰীনিবাস কিছু চিন্তা না করিবে। নিমন্ত্রণপত্রী শীঘ্ৰ সৰ্ব্বত্র পাঠাবে। যদ্যপি সে সকলের ব্যাকুল হৃদয়। এথা আসিতেই হবে মহাহৰ্ষোদয় ॥ দেখিবে সাক্ষাতে মোর অদ্ভুত বিলাস। পাবে মহানন্দ পূর্ণ হবে অভিলাষ । অনায়াসে সৰ্ব্বকাৰ্য্য হবে সমাধান। এতকহি মহাপ্ৰভু হৈলা অন্তৰ্দ্ধান ॥ প্রভু-আদর্শনে অতিব্যাকুল আচাৰ্য্য i প্রভুর ইচ্ছায় কিছু ধরিলেন ধৈর্য্য। রজনিপ্রভাতে সবে একত্র হইলা ৭ সৰ্ব্বত্র লিখিতে পত্রী শীঘ্ৰ যত্ন পাইলা ॥ রামচন্দ্রাদিকে বহু আনন্দ ব্যাপিল । বহু নিমন্ত্রণ পত্রী প্রস্তুত করিল ॥ পত্রীতে যে লিখিলেন পদ্য সুমধুর। শুনিতে বা কাহার না হয় ধৈর্য্য দূর ॥ পত্রী দিয়া অভিযোগ্য পঞ্চদশ জনে। পাঠাইলা নবদ্বীপ আদি স্থানে স্থানে ॥ উৎকল দেশেতে শ্যামানন্দ রহে যথ। পত্রী দিয়া দূতে শীঘ্ৰ পাঠাইল তথা ॥ হৈল ধ্বনি সৰ্ব্বত্র ফাঙ্কণ পূর্ণিমাতে। হবে মহামহোৎসব খেতরি গ্রামেতে। তেলিয়া বুধরি বাহাদুরপুর আদি । গ্রামে গ্রামে উথলে আনন্দ বারিনিধি ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্য গুণ গায় সৰ্ব্বজন । দেখিতে সে ক্রিয়া করে না জুড়ায় মন ॥ শ্ৰীআচাৰ্য্যঠাকুর, ঠাকুর মহাশয়। গণসহ সকলের মঙ্গল চিন্তয় ।